Latest

Monday, May 30, 2022

Daily Bengali Current Affairs 30th May 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৩০শে মে ২০২২

 Daily Bengali Current Affairs 30th May 2022

Daily Bengali Current Affairs 30th May 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 30th May 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৩০শে মে ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। ভারতীয় ডাক বিভাগ এবং IPPB-র ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি দুদিনের বৈঠক ‘অরোহন 4.0’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

(ক) দেরাদুন  

(খ) কোটদ্বার  

(গ) সিমলা  

(ঘ) কোনটিই নয়

২। সম্প্রতি সরকার নীরজ চোপড়াকে কোন দেশে কুয়োর্তনে অলিম্পিক ট্রেনিং সেন্টারে পাঠানোর অনুরোধ গ্রহণ করেছে ?

(ক) সুইডেন   

(খ) নরওয়ে   

(গ) ফিনল্যান্ড   

(ঘ) আমেরিকা ।

৩। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে পালিত হয় ?

(ক) ২৭ মে    

(খ) ২৯ মে    

(গ) ২৮ মে   

(ঘ) ৩০ মে  

৪। ভারতীয় বংশোদ্ভূত মহিন্দর কে মিধা কোন স্থানের প্রথম দলিত মহিলা মেয়র নির্বাচিত হয়েছেন ?

(ক) কানাডা   

(খ) ওয়াশিংটন   

(গ) নিউইয়র্ক    

(ঘ) লন্ডন

৫। সম্প্রতি “আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব”-এর ১৭তম সংস্করণ কোথায় শুরু হয়েছে ?

(ক) কলকাতা   

(খ) মুম্বাই    

(গ) নতুন দিল্লি   

(ঘ) চেন্নাই

৬। কোন দেশ 2021-22 সালে ভারতের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হয়েছেন ?

(ক) চীন     

(খ) ইউরোপ     

(গ) আমেরিকা     

(ঘ) রাশিয়া  

৭। অভ্যন্তরীণ কনটেইনার ডিপো ট্র্যাক করার জন্য দিল্লি কাস্টমস এলাকা কোথায় প্রকল্প নিগাহ শুরু করেছে ?

(ক) গাজিয়াবাদ  

(খ) গুরুগ্রাম   

(গ) চণ্ডীগড়  

(ঘ)  সেকেন্দ্রাবাদ  

৮। সম্প্রতি ইন্তেকাল করেছেন সুলতানা বেগম, তিনি কে ছিলেন ?

(ক) সাংবাদিক    

() কবি    

(গ) লেখক    

(ঘ) গায়ক

৯। 34 বছরের চাকরির পর INS গোমতীকে কোথায় decommissioned করা হয়েছিল ?

(ক) কোচি    

(খ) গোয়া    

(গ) মুম্বাই     

(ঘ) কোয়েম্বাটুর  

১০। কেন্দ্রীয় কয়লা মন্ত্রক “ন্যাশনাল মিনারেল কংগ্রেস 2022” কোথায় আয়োজন করেছে ?

(ক) রাঁচি    

(খ) কটক   

(গ) ভুবনেশ্বর   

(ঘ) মতিহারী  

 

১১। সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে, বাড়ি থেকে কাজ করার জন্য বিশ্বের সেরা শহর সিঙ্গাপুর ।


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here