Latest

Tuesday, May 31, 2022

Daily Bengali Current Affairs 31st May 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৩১শে মে ২০২২

 Daily Bengali Current Affairs 31st May 2022

Daily Bengali Current Affairs 31st May 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 31st May 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৩১শে মে ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি কোন রাজ্য তামাক নিয়ন্ত্রণের জন্য WHO পুরস্কার পেয়েছে ?

(ক) রাজস্থান  

(খ) পশ্চিমবঙ্গ  

(গ) ঝাড়খণ্ড  

(ঘ) বিহার

২। Fortune 500 অনুযায়ী কে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী CEO হয়েছেন ?

(ক) সত্য নাদেলা   

(খ) মার্ক জুকারবাগ   

(গ) ইলন মাস্ক   

(ঘ) টিম কুক ।

৩। “হিন্দি সাংবাদিকতা দিবস” কবে পালিত হয় ?

(ক) ২৯ মে    

(খ) ৩০ মে    

(গ) ২৮ মে   

(ঘ) ৩১ মে  

৪। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সাইবার নিরাপত্তা কেন্দ্রের উদ্বোধন করেছেন ?

(ক) আসাম   

(খ) মহারাষ্ট্র   

(গ) মধ্য প্রদেশ    

(ঘ) ওড়িশা

৫। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় নতুন আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ?

(ক) দিসপুর   

(খ) আহমেদাবাদ    

(গ) ভোপাল   

(ঘ) জয়পুর

৬। 2022 মোনাকো গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে ?

(ক) চার্লস লেক্লার্ক     

(খ) ম্যাক্স ভার্স্টাপেন     

(গ) সার্জিও পেরেজ    

(ঘ) কেউ নয়

৭। প্যারাকানো বিশ্বকাপে প্যারা ক্যানোয়েস্ট প্রাচী যাদব কোন পদক জিতেছেন ?

(ক) সিলভার  

(খ) ব্রোঞ্জ   

(গ) সোনা  

(ঘ)  কিছুই না  

৮। কর্ণাটকের নতুন মুখ্যসচিব কে হলেন ?

(ক) সঙ্গীতা সিং    

() নিধি চিব্বর    

(গ) বন্দিতা শর্মা    

(ঘ) প্রীতি শর্মা

৯। কোন রাজ্য ড্রোনের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট মেল সরবরাহ করার জন্য প্রথম হয়েছে ?

(ক) মহারাষ্ট্র    

(খ) পাঞ্জাব    

(গ) গুজরাট     

(ঘ) হরিয়ানা  

১০। কোন রাজ্যের রমেশ বুধিয়াল জাতীয় সার্ফিং চ্যাম্পিয়ন হয়েছেন ?

(ক) রাজস্থান    

(খ) ওড়িশা   

(গ) কর্ণাটক   

(ঘ) গোয়া  

 

১১। তেলেঙ্গানা রাজ্য সরকার “single pick cotton pilot” প্রকল্প চালু করবে ।
১২। “লোকপালের চেয়ারম্যান”-এর অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রদীপ কুমার মহন্তী।
১৩। সম্প্রতি ভারতের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভারতের বৃহত্তম সোনার আমানত আছে বিহারে ।

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here