Daily Bengali Current Affairs 29th May 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। কোন রাজ্য সরকার স্থানীয় সংস্থাগুলিকে বন্য শুয়োর মারার নির্দেশ
দিয়েছে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) কর্ণাটক
(গ) কেরালা
(ঘ) সিকিম ।
২। ইন্ডিয়ান কমোডিটি এক্সচেঞ্জ লিমিটেডের স্থায়ী স্বীকৃতি কে
বাতিল করেছে ?
(ক) NITI Aayog
(খ) RBI
(গ) SEBI
(ঘ) Ministry of Finance ।
৩। নারী স্বাস্থ্যের জন্য আন্তর্জাতিক কর্ম দিবস কবে পালিত হয়
?
(ক) ২৬ মে
(খ) ২৮ মে
(গ) ২৭ মে
(ঘ) ২৫ মে ।
৪। 2022 সালের ISSF জুনিয়র বিশ্বকাপে কে শীর্ষে আছে ?
(ক) ইতালি
(খ) চীন
(গ) রাশিয়া
(ঘ) ভারত ।
৫। IBA-এর অ্যাথলেটস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে ?
(ক) নরেশ কুমার
(খ) লভলিনা বোরগোহাইন
(গ) তরুণ কাপুর
(ঘ) রাকেশ যাদব ।
৬। তৃতীয় “গ্লোবাল অর্গানিক এক্সপো 2022” কোথায় শুরু হয়েছে ?
(ক) কলকাতা
(খ) মুম্বাই
(গ) নতুন দিল্লি
(ঘ) পুনে ।
৭।
বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া প্ল্যান্ট কোথায় উদ্বোধন
করা হয়েছে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) গুজরাট
(গ) ঝাড়খণ্ড
(ঘ) কর্ণাটক ।
৮। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী কোন রাজ্যের জন্য নতুন ডিফেন্স
এস্টেট সার্কেল অনুমোদন করেছেন ?
(ক) কর্ণাটক
(খ) ঝাড়খণ্ড
(গ) উত্তরাখণ্ড
(ঘ) মধ্য প্রদেশ ।
৯। বিশ্ব বাণিজ্য সংস্থার কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে
নিযুক্ত করা হয়েছে ?
(ক) রাজেশ উন্নি
(খ) সঞ্জীব বাজাজ
(গ) আনোয়ার হোসেন শেখ
(ঘ) অরুণ সিং ।
১০। সম্প্রতি BPCL এর কত শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে
সরকার ?
(ক) ৫৫ শতাংশ
(খ) ৩০ শতাংশ
(গ) ৫৩ শতাংশ
(ঘ) ৬০ শতাংশ ।
১১। উত্তরাখণ্ড রাজ্য অবসরপ্রাপ্ত SC বিচারকের নেতৃত্বে অভিন্ন সিভিল কোডের উপর একটি প্যানেল গঠন করেছে ।
১২। পশ্চিমবঙ্গ রাজ্য মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here