Life Science GK Bengali PDF Part - 50
![]() |
Life Science GK Bengali |
বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের উপাদান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।
প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali poribesher upadan
উঃ- কার্বন ডাই - অক্সাইড ( CO2 ) ।
২) বায়ুমণ্ডলে কার্বন - ডাই অক্সাইড গ্যাসের স্বাভাবিক পরিমাণ কত ?
উঃ- বায়ুতে CO2 গ্যাসের স্বাভাবিক পরিমাণ হল ০.০৩ % ।
৩) বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা কত ভাগ ?
উঃ- বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হল শতকরা ২০.৬০ ভাগ ( ২০.৬০ % ) ।
৪) একটি গ্যাসের নাম করো যা যদিও উদ্ভিদের প্রয়োজন তাহলেও উদ্ভিদ বায়ু থেকে ওই গ্যাসকে সরাসরি গ্রহণ করতে পারে না ।
উঃ- নাইট্রোজেন ( N2 ) ।
৫) বায়ুতে নাইট্রোজেন গ্যাসের স্বাভাবিক পরিমাণ কত ?
উঃ- বায়ুতে নাইট্রোজেন গ্যাসের স্বাভাবিক পরিমাণ হল 77.17 % ।
৬) উচ্চ শ্রেণির উদ্ভিদের ক্ষেত্রে , সাধারণভাবে নাইট্রোজেন মৌলটির প্রধান উৎস কী ?
উঃ- উচ্চ শ্রেণির উদ্ভিদের ক্ষেত্রে সাধারণভাবে নাইট্রোজেন মৌলটির প্রধান উৎস হল মাটিতে মিশে থাকা নাইট্রেট লবণ ।
৭) প্রাণীরা নাইট্রোজেন মৌলটি কোথা থেকে পেয়ে থাকে ?
উঃ- নাইট্রোজেন সমৃদ্ধ বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্য (যেমন : ডালশস্য) থেকে প্রাণীরা নাইট্রোজেন ( N2) মৌলটি পেয়ে থাকে ।
৮) একটি ডি - নাইট্রিফাইং ব্যাক্টিরিয়ার নাম উল্লেখ করো ।
উঃ- সিউডোমোনাস হল একটি ডি - নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ।
৯) একটি মিথোজীবী ব্যাকটিরিয়ার উদাহরণ দাও যে বায়ু থেকে N2 শোষণ করে ।
উঃ- রাইজোবিয়াম ।
১০) বায়ুর প্রধান গ্যাসীয় উপাদানগুলি কী কী ?
উঃ- বায়ুর প্রধান গ্যাসীয় উপাদানগুলি হল নাইট্রোজেন ( 77.17 % ) , অক্সিজেন ( 20.60 % ) এবং কার্বন ডাই - অক্সাইড ( 0.03 % ) ।
১১) কোন্ জীব বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণে সক্ষম ?
উঃ- কয়েক রকম ব্যাটিরিয়া ( যেমন : অ্যাজোটোব্যাক্টর , ক্লসট্রিডিয়াম ) ও নীলাভ - সবুজ শৈবাল ( যেমন : নস্টক , অ্যানাবিনা ) ।
১২) বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করতে সক্ষম একটি জীবাণুর নাম লেখো ।
উঃ- অ্যাজোটোব্যাক্টর ।
১৩) অনুখাদক কাদের বলে ?
উঃ- বিয়োজকদের ।
১৪) শিম্বগোত্রীয় নয় এমন একটি উদ্ভিদের নাম করো যারা বায়ুর নাইট্রোজেন সংবন্ধন করতে পারে ?
উঃ- ঝাউ কিংবা পাইন ।
১৫) একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম করো ।
উঃ- ব্যাসিলাস মাইকয়ডিস ।
Life Science GK Bengali
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।
জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৯ দেখুন ।