Geography GK in Bengali PDF Part - 21
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 21 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২১ ।
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
301. ভারতে শরৎকালের অপর নাম কী ?
উত্তরঃ- দক্ষিণ - পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন
কাল ।
302. শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঝড় হয় তার নাম কী ?
উত্তরঃ- আশ্বিনের ঝড় ।
303. ভারতে কোন্ কোন্ মাস শীতকাল ?
উত্তরঃ- ডিসেম্বর , জানুয়ারি , ফেব্রুয়ারি ।
304. শীতকালে ভারতে কোন্ উপকূলে বৃষ্টিপাত হয়?
উত্তরঃ- তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে ।
305. ভারতের কোন্ রাজ্যে সর্বপ্রথম মৌসুমি বৃষ্টিপাত
শুরু হয় ?
উত্তরঃ- কেরল রাজ্যে ।
306. আঁধি কী ?
উত্তরঃ- রাজস্থানে গ্রীষ্মকালে প্রবাহিত একপ্রকার ধুলোঝড়
।
307. শীতকালে তুষারপাত হয় ভারতের এমন দুটি রাজ্যের
নাম লেখো ।
উত্তরঃ- জম্মু ও কাশ্মীর / হিমাচল প্রদেশ / উত্তরাখণ্ড
/ সিকিম / পশ্চিমবঙ্গ ( দার্জিলিং ) ।
308. মৌসুমি বিস্ফোরণ প্রধানত কোন্ সময়ে দেখা যায়
?
উত্তরঃ- গ্রীষ্মকালের শেষের দিকে , বিশেষত জুন মাসে
।
309. ভারতে প্রবাহিত একটি সাময়িক বায়ুর নাম লেখো ।
উত্তরঃ- মৌসুমি বায়ু ।
310. ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ুর নাম লেখো
।
উত্তরঃ- লু / আঁধি ।
311. কোন্ বায়ুপ্রবাহকে স্থল বায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় ?
উত্তরঃ- মৌসুমি বায়ুকে ।
312. শরৎকালে উপকূলীয় অঞ্চলে যে ঘূর্ণবাত জনিত ঝড়
হয় , তাকে কী বলে ?
উত্তরঃ- ঘূর্ণিঝড় বা সাইক্লোন ।
313. যে সমস্ত অঞ্চলে ২০ সেমি - এর কম বৃষ্টিপাত হয়,
তাকে কী বলে ?
উত্তরঃ- শুষ্ক অঞ্চল ।
314. ভারতের বৃহত্তম লেগুন কোন্টি ?
উত্তরঃ- চিল্কা হ্রদ ।
315. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন্টি ?
উত্তরঃ- গেরসোপ্পা জলপ্রপাত (২৭১ মি.) ।
316. ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল কোন্টি ?
উত্তরঃ- কোঙ্কন উপকূল ।
317. মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল কোন্টি ?
উত্তরঃ- ভেম্বানাদ কয়াল ।
318. ভারতের কোন্ উপকূলে বছরে দু - বার বৃষ্টিপাত হয়
?
উত্তরঃ- করমণ্ডল উপকূলে ।
319. ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোন্টি ?
উত্তরঃ- মেরিনা বীচ (তামিলনাড়ুর চেন্নাই) ।
320. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে সর্বোচ্চ
পর্বতশৃঙ্গ কোন্টি ?
উত্তরঃ- স্যাডেল পিক্ (৭৭৫ মি.) ।
321. বঙ্গোপসাগরে অবস্থিত দুটি আগ্নেয়গিরির নাম লেখো
।
উত্তরঃ- ব্যারেন ও নারকোন্ডাম ।
322. ভারতের একমাত্র প্রবাল দ্বীপ কোন্টি ?
উত্তরঃ- লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।
ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২০ দেখতে ক্লিক করুন ।