Histrory General Knowlage Part - 3
![]() |
Histrory General Knowlage Part - 3 |
আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowlage Part - 3 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৩ ।। Free PDF Download ।
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
১৬। শাহজাহান ও ঔরঙ্গজেবের আমলে ভারতে আগত দুজন পর্যটক এর নাম কি ?
উঃ বর্নিয়ে ও মানুচি ।
১৭। কংগ্রেসের সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন ?
উঃ পট্টভি সীতারামাইয়া ।
১৮। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ তেজো ।
১৯। স্যার টমাস রো কার দরবারে এসেছিলেন ?
উঃ জাহাঙ্গীরের দরবারে ।
২০। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ?
উঃ লালা হরদয়াল ।
২১। হোমরুল আন্দোলনের প্রবক্তা কে ?
উঃ অ্যানি বেসান্ত ।
২২। নব্য বঙ্গ আন্দোলনের প্রবক্তা কে ?
উঃ ডিরোজিও ।
২৩। আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয় ?
উঃ ১৯৪২ খ্রিস্টাব্দে ।
২৪। আজাদ হিন্দ সরকার গঠন হয় কত সালে ?
উঃ ১৯৪৩ সালের ২১শে অক্টোবর ।
২৫। মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান কবে করেন ?
উঃ ৬ই এপ্রিল ১৯৩০ খ্রিস্টাব্দে ।
২৬। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে ?
উঃ ১৯১৯ খ্রিস্টাব্দে ।
২৭। সুভাষচন্দ্র বসু কবে ছদ্মবেশে ভারত পরিত্যাগ করেন ?
উঃ ১৭ই জানুয়ারি ১৯৪১ ।
২৮। ভারতের নৌ বিদ্রোহ কবে হয় ?
উঃ ১৯৪৬ সালের ১৮ই ফেব্রুয়ারি ।
২৯। ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ কে ?
উঃ লর্ড ডালহৌসি ।
৩০। কোলকাতা বিশ্ব বিদ্যালয় কবে স্থাপিত হয় ?
উঃ ১৮৫৭ সালের ২৮ শে জানুয়ারি ।
আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।
To Know More About Indian History Click Here