Life Science GK Bengali PDF Part - 51
![]() |
Life Science GK Bengali |
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 51 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫১ ।
বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের উপাদান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।
প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali poribesher upadan
বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের উপাদান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।
প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali poribesher upadan
১৬) উদ্ভিদ কী অবস্থায় মাটির নাইট্রোজেন গ্রহণ করে ?
উঃ- নাইট্রেট রূপে ।
১৭) দুটি রাসায়নিক সারের নাম করো যারা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ?
উঃ- অ্যামোনিয়াম সালফেট [ ( NH4 ) 2SO4 ] এবং ইউরিয়া [ CO( NH2 )2 ] ।
১৮) কোন্ জাতীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি হয় ?
উঃ- শিম্বগোত্রীয় উদ্ভিদের ।
১৯) পরিবেশের কোন্ জীব কার্বন ডাই - অক্সাইড শোষণ করে ?
উঃ- সবুজ উদ্ভিদ ।
২০) বায়ুমণ্ডলের কার্বন ডাই - অক্সাইড প্রধানত কীভাবে অপসারিত হয় ?
উঃ- উদ্ভিদের সালোকসংশ্লেষের মাধ্যমে ।
২১) শ্বেতসার জাতীয় খাদ্যে কার্বনের প্রাথমিক উৎস কী ?
উঃ- কার্বন ডাই - অক্সাইড ( CO2 ) ।
২২) কোন্ জৈবিক প্রক্রিয়ায় বায়ুর CO2- র পরিমাণ কমে যায় ?
উঃ- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ।
২৩) কোন্ জৈবিক প্রক্রিয়ায় বায়ুর CO2- এর পরিমাণ বেড়ে যায় ?
উঃ- শ্বসন প্রক্রিয়ায় ।
২৪) বায়ুর অক্সিজেনের প্রধান উৎস কী ?
উঃ- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন ।
২৫) বায়ুর কার্বন ডাই - অক্সাইডের প্রধান উৎস কী ?
উঃ- জীবের শ্বসন ও খনিজ পদার্থের দহন ক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই - অক্সাইড ।
২৬) মাটিতে নাইট্রোজেন কী অবস্থায় থাকে ?
উঃ- নাইট্রেট লবণ হিসেবে ।
২৭) দুটি নাইট্রিফাইং ব্যাকটিরিয়ার নাম লেখো ।
উঃ- নাইট্রোব্যাকটর এবং নাইট্রোসোমোনাস ।
২৮) একটি ডি - নাইট্রিফাইং ব্যাক্টেরিয়ার উদাহরণ দাও ।
উঃ- সিউডোমোনাস ।
২৯) নাইট্রোজেন চক্র সম্পর্কিত দু'টি মাইক্রোবের নাম লেখো ।
উঃ- অ্যাজোটোব্যাক্টর—নাইট্রোজেন স্থিতিকরণ ঘটায় । সিউডোমোনাস—নাইট্রোজেন মোচন ঘটায় ।
৩০) নাইট্রোজেন চক্রে অ্যামোনিয়াম আয়ন ( NH4 + ) ভেঙে নাইট্রাইটে পরিণত করে কোন্ ব্যাকটেরিয়া ?
উঃ- নাইট্রোকক্কাস নামে ব্যাকটেরিয়া ।
২৮) একটি ডি - নাইট্রিফাইং ব্যাক্টেরিয়ার উদাহরণ দাও ।
উঃ- সিউডোমোনাস ।
২৯) নাইট্রোজেন চক্র সম্পর্কিত দু'টি মাইক্রোবের নাম লেখো ।
উঃ- অ্যাজোটোব্যাক্টর—নাইট্রোজেন স্থিতিকরণ ঘটায় । সিউডোমোনাস—নাইট্রোজেন মোচন ঘটায় ।
৩০) নাইট্রোজেন চক্রে অ্যামোনিয়াম আয়ন ( NH4 + ) ভেঙে নাইট্রাইটে পরিণত করে কোন্ ব্যাকটেরিয়া ?
উঃ- নাইট্রোকক্কাস নামে ব্যাকটেরিয়া ।
Life Science GK Bengali
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।
জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫০ দেখুন ।