Environmental Studies Question-Answer Part - 1
![]() |
Environmental Studies Question-Answer Part - 1 |
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 1 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ১ ।
যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে ।
১। নির্ধারিত
কত মাত্রা অতিক্রম করলে জলে আর্সেনিক দূষণ ঘটে ?
উঃ 0.05/Ltr.
২। কোন বিজ্ঞানী
বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্র্য নির্ধারণের তিনটি সুত্র(আলফা,বিটা,গামা) নিরধারন করেন
?
উঃ হুইটেকার(1972)
৩। “Animal
in danger” গ্রন্থ কার লেখা ?
উঃ বিজ্ঞানী
জন স্পার্কস(1971)
৪। ‘নীরব
বসন্ত’ বইটি কার লেখা ?
উঃ শ্রীমতী
র্যাচেল কারসন।
৫। গাড়িতে
শব্দ দূষণ রোধে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
উঃ সাইলেন্সার।
৬। ‘সাইলেন্ট
ভ্যালি’ প্রকল্পের বিরুদ্ধে কোন সংগঠন আন্দোলন করে ?
উঃ কেরালা
শাস্ত্র পরিষদ।
৭। তেহরী
বাঁধ প্রকল্প কোথায় অবস্থিত ?
উঃ উত্তরাঞ্চল।
৮। তেহরী
বাঁধ প্রকল্পের কাজ কত সালে শুরু হয় ?
উঃ 1977
সালে
৯। পশ্চিমবঙ্গে
অবস্থিত একটি মৃগ উদ্যানের নাম কি ?
উঃ বেথুয়াডহরি।
১০। ‘ইকসিস্টেম’
কথাটি প্রথম কে ব্যবহার করেন?
আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।