Latest

Thursday, April 28, 2022

Daily Bengali Current Affairs 28th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৮শে এপ্রিল ২০২২

 Daily Bengali Current Affairs 28th April 2022

Daily Bengali Current Affairs 28th April 2022
Daily Bengali Current Affairs

প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 28th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৮শে এপ্রিল ২০২২ 

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -


১। 2022 সালের জন্য কাকে ‘UNESCO ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ নাম দেওয়া হয়েছে ?
(ক) টোকিও 
(খ) বেইজিং
(গ) গুয়াদালাজারা
(ঘ) রোম ।

২। “চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ” লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন ?
(ক) মিয়া মোটেলি
(খ) জসলিন কোহলি
(গ) স্যার ডেভিড অ্যাটেনবরো
(ঘ) বিকাশ কুমার ।

৩। সম্প্রতি চলে গেলেন ‘বিনাপানি মোহন্তী’, কে ছিলেন তিনি ?
(ক) সাংবাদিক
(খ) লেখক
(গ) গায়ক
(ঘ) অভিনেত্রী ।

৪। কোন দেশের রাষ্ট্রপতি জন এফ. কেনেডি পুরস্কার পেয়েছেন ?
(ক) চীন
(খ) ইজরায়েল
(গ) ইউক্রেন
(ঘ) ভারত ।

৫। কোন রাজ্য সরকার সামাজিক সচেতনতামূলক প্রচারাভিযান ‘SAANS’ চালু করেছে ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) কর্ণাটক
(গ) মহারাষ্ট্র
(ঘ) কেরালা ।

৬। এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক খাদ্য ও আতিথেয়তা মেলা ‘আহার 2022’ কোথায় আয়োজিত হয়েছে ?
(ক) পুনে
(খ) মুম্বাই
(গ) নতুন দিল্লি
(ঘ) কলকাতা ।

৭। “প্রাণহিতা পুষ্করালু উৎসব 2022” কোথায় পালিত হয় ?
(ক) কেরালা
(খ) তেলেঙ্গানা
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) পাঞ্জাব ।

৮। ভারতের প্রথম কমিউনিটি রেডিও স্টেশন ‘দুধ বাণী’(Doodh Vani) কোথায় উদ্বোধন করা হয়েছে ?
(ক) আসাম
(খ) মিজোরাম
(গ) গুজরাট
(ঘ) কর্ণাটক ।

৯। BRO@63 বহুমাত্রিক প্রচারাভিযান কোথায় ফ্ল্যাগ অফ করা হয়েছে ?
(ক) উত্তরপ্রদেশ
(খ) পশ্চিমবঙ্গ
(গ) উত্তরাখণ্ড
(ঘ) পাঞ্জাব ।

১০। ভারত কোন দেশের সাথে ট্রান্সমিশন আন্তঃসংযোগ স্থাপনের প্রস্তাব করেছে ?
(ক) চীন
(খ) আমেরিকা
(গ) মালদ্বীপ
(ঘ) দক্ষিণ কোরিয়া ।

১১। প্রসার ভারতী আর্জেন্টিনা দেশের পাবলিক ব্রডকাস্টারের সাথে চুক্তি করেছে ।
১২। NASA মহাকাশ সংস্থার অধ্যবসায় মঙ্গল গ্রহে সূর্যগ্রহণের ভিডিও ধারণ করেছে ।
১৩। সম্প্রতি এলভেরা ব্রিটো মারা গেছেন, তিনি হকি খেলার সাথে যুক্ত ছিলেন।

 

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here