Latest

Tuesday, April 19, 2022

Bengali Sabdo & Sabdo Vandar Part - 3 || বাংলা শব্দ ও শব্দ ভাণ্ডার পর্ব - ৩ ।। Free PDF Download

 Bengali Sabdo & Sabdo Vandar Part - 3

Bengali Sabdo & Sabdo Vandar Part - 3

Bengali Sabdo & Sabdo Vandar Part - 3

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Bengali Sabdo & Sabdo Vandar Part - 3 || বাংলা শব্দ ও শব্দ ভাণ্ডার পর্ব - ৩ ।। Free PDF Download ।

তোমরা সকলেই জানো যে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এবং রেগুলার স্টুডেন্টদের জন্য বাংলা শব্দ ও শব্দ ভাণ্ডার খুবই গুরুত্বপূর্ণ (Bengali Shobdo & Shobdo Vandar)। তাই আমার আমাদের মত করে চেষ্টা করছি তোমাদের সাহায্য করতে। দেখে নাও আজকের বিষয় – Bengali Shobdo & Shobdo Vandar

বাংলা শব্দ ভান্ডারে আগন্তুক বা কৃতঋণ শব্দ কে দুই ভাগে ভাগ করা হয় - দেশি বিদেশী

 

) দেশি আগন্তুক শব্দ কোন গুলি ?

উঃ- সংস্কৃত ছাড়া এদেশেরই অন্য ভাষা থেকে যেসব শব্দ বাংলায় সরাসরি গৃহীত হয়েছে সেগুলিই হল দেশি আগন্তুক শব্দ

উদাহরণঃ-

দ্রাবিড় থেকে আগত -- আকাল (পিঠে বিশেষ) ইডলি, চুরুট, ধোসা ইত্যাদি

অষ্ট্রিক থেকে আগত -- তোতলা, খোকা, মুড়ি, ঠোঙা, ঝোল, পেট ইত্যাদি

হিন্দি থেকে আগত -- বন্ধ, থানা, চুড়িদার, জুতোঝান্ডা, পয়লা, দোসরা, তেসরা, ঠিকানা, চুরিদার, চিঠি, জোয়ার, ঝুড়ি ইত্যাদি

মারাঠি থেকে আগত -- চৌথ,বর্গী ইত্যাদি

গুজরাটি থেকে আগত -- তকলি, হরতাল ইত্যাদি

পাঞ্জাবি থেকে আগত -- শিখ, চাহিদা ইত্যাদি

 

) বিদেশি আগন্তুক শব্দ কোন গুলি ?

উঃ- বিদেশি ভাষা থেকে যেসব শব্দ সরাসরি বাংলায় এসেছে সেগুলিই হল বিদেশি আগন্তুক শব্দ

উদাহরণঃ-‌

আরবী থেকে আগত -- আল্লা, খুদা, মালিক, আইন, আদালত, হাজির, খাজনা, জবাব, তারিখ, কবর খবর ইত্যাদি

ফারসি থেকে আগত --  জামা, মোজা, পোশাক, দরখাস্ত, বিলেত, বীমা, লাল, সাজা ইত্যাদি 

ফরাসি থেকে আগত -- বিস্কুট, রেস্তোরাঁ, কার্তুজ, কুপন ইত্যাদি

তুর্কি থেকে আগত - বারুদ, বেগম, বিবি, বোচকা, চাকু, লাশ, কাঁচি, কুলি ইত্যাদি

পর্তুগিজ থেকে আগত -- আতা, পেঁপে, পেয়ারা, আনারস, সাবান ইত্যাদি

ওলন্দাজ থেকে আগত -- ইস্কাপন, হরতন, রুইতন, তুরুপ ইত্যাদি

ইংরেজি থেকে আগত -- স্কুল, কলেজ, নোট, মাস্টার, চক, পেন্সিল, বোর্ড, ডাস্টার, ফাইল, বল, চেয়ার, টেবিল, ইত্যাদি

চিনা থেকে আগত -- চা, চিনি, চাওমিন, লুচি, লিচু, কাগজ, তুফান ইত্যাদি

বর্মী থেকে আগত -- লুঙ্গি, ঘুঘনী ইত্যাদি

জাপানি থেকে আগত-- রিক্সা, হারিকিরি ইত্যাদি

 

) নবসৃষ্ট শব্দ কোন গুলি ?

উঃ- বাংলা শব্দ ভান্ডারে এমন কিছু শব্দ আছে যেগুলি একাধিক ভাষার সংমিশ্রণে কিংবা বিদেশি শব্দ অনুবাদের ফলে সৃষ্টি হয়েছে এগুলিকে নবসৃষ্ট শব্দ বলে

এই নবসৃষ্ট শব্দ দুই প্রকার

 () মিশ্র শব্দ ,

 () অনূদিত শব্দ

 

() মিশ্র শব্দের উদাহরণঃ-

ফুল (ইংরেজি) + মোজা (ফারসি) = ফুলমোজা

ঠেলা (দেশি) + গাড়ি (তদ্ভব) = ঠেলাগাড়ি

জল (তৎসম) + হাওয়া (আরবি) = জল হাওয়া

খানা (ফারসি) + তল্লাশি (আরবি) = খানাতল্লাশি

 

() অনূদিত শব্দের উদাহরণঃ-

University > বিশ্ববিদ্যালয়

Wrist watch > হাত ঘড়ি

Motherland > মাতৃভূমি

Fountain pen > ঝরনা কলম

Newspaper > সংবাদপত্র

Tear gas > কাঁদানে গ্যাস 

আজকের বিষয়টির PDF ডাউনলোড করুন - 
Download PDF click here