Latest

Tuesday, April 19, 2022

Bengali Anuchhed Rachana Free PDF Download || বাংলা অনুচ্ছেদ রচনা কাকে বলে

 Bengali Anuchhed Rachana Free PDF Download

Bengali Anuchhed Rachana Free PDF Download

Bengali Anuchhed Rachana Free PDF Download

হ্যালো বন্ধুরা অনুচ্ছেদ রচনা(bengali anuched rochona) একটি গুরুত্বপূর্ণ জিনিস যা তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষায় আসে এবং তোমরা যারা এখন ছাত্র বা ছাত্রী তাদেরও খুব প্রয়োজন । আজকে আমরা এই অনুচ্ছেদ রচনার কি এবং এর কিছু বৈশিষ্ট্য ও কিভাবে অনুচ্ছেদ রচনা লিখতে হয় তার কিছু উদাহরন দেব। চলো দেখে নাও -


অনুচ্ছেদ রচনা কি ?


একটি বিশেষ ভাবকে প্রকাশ করতে কিছু বাক্যের প্রয়োজন হয় । বাক্য গুলি ভাব প্রকাশের শুরু থেকে শেষ পর্যন্ত পরপর বসে সম্পর্কের অদৃশ্য সুতোয় গাঁথা হয়ে ভাবের শক্ত প্রকাশ ঘটায় । এভাবে একটি বিশেষ ভাবকে প্রকাশ করাকে অনুচ্ছেদ রচনা বলা হয় ।


অনুচ্ছেদ রচনার কিছু বৈশিষ্ট্যঃ-

১। অনুচ্ছেদ কিছু বাক্যের সমষ্টি ।

২। বাক্যগুলি যেন পরস্পর সম্পর্কের সুতোয় বাঁধা ।

৩। শুরু থেকে শেষ অবধি ভাবের প্রকাশ হয় আঁটোসাঁটো ।

৪। বাক্যগুলি একটি বিশেষ ভাবকে প্রকাশ করে ।

অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয় । সেগুলি হল –


১। একটি মাত্র অনুচ্ছেদ লিখতে হয় । একের বেশি হওয়া চলে না ।

২। ভাষা হয় সহজ সরল ও সাবলীল ।

৩। একই শব্দের বা বাক্যের ব্যবহার যেন না হয় , সেদিকে নজর দিতে হয় । ৪। প্রবন্ধে যে কোনো বিষয়ের নানা দিক ও ভাবকে বিভিন্ন অনুচ্ছেদে প্রকাশ করা হয় , কিন্তু অনুচ্ছেদ রচনায় বিষয়ের একটি বিশেষ ভাবের ওপর আলো ফেলা হয় । অনুচ্ছেদ রচনায় তাই ভাবকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশের তেমন সুযোগ থাকে না । ভাবের প্রকাশ হয় যতদূর সম্ভব আঁটসাঁট । উদ্ধৃতি দেওয়ার প্রয়োজন হলে তা দিতে হয় ছোটোখাটো চেহারায় ।

Download PDF Click Here