Life Science GK Bengali PDF Part - 33
![]() |
Life Science GK Bengali |
১৬) কোন্ হরমোন বীজের সুপ্তদশা ভঙ্গ করে ?
উঃ- জিব্বারেলিন ।
১৭) উদ্ভিদের বংশগত খর্বতা রোধে কোন্ হরমোন সাহায্য করে ?
উঃ- জিব্বারেলিন ।
১৮) উদ্ভিদের কোশ বিভাজনকালে ক্যারিওকাইনেসিসে সাহায্য করে কোন্ হরমোন ?
উঃ- অক্সিন ।
১৯) উদ্ভিদের কোশ বিভাজনকালে সাইটোকাইনেসিসে সাহায্য করে কোন্ হরমোন ?
উঃ- সাইটোকাইনিন ।
২০) অক্সিনের রাসায়নিক সংকেত কী ?
উঃ- C10H9O2N ।
২১) জিব্বারেলিনের রাসায়নিক সংকেত কী ?
উঃ- C19H2206 ।
২২) সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত কী ?
উঃ- C10H9N5O ।
২৩) সাইটোকাইনিনের রাসায়নিক নাম কী ?
উঃ- 6 - ফুরফুরাইল অ্যামিনো পিউরিন ( FAP ) ।
২৪) হেটেরোঅক্সিন কী ?
উঃ- ইণ্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে হেটেরোঅক্সিন বলে ।
২৫) কোন্ হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দীর্ঘিকরণ ঘটায় ?
উঃ- জিব্বারেলিন ।
২৬) প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়কারী কে ?
উঃ- হরমোন ।
২৭) প্রাণীদেহের রাসায়নিক বার্তাবহ হিসেবে কে কাজ করে ?
উঃ- হরমোন ।
২৮) মানবদেহের একটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও, যা মস্তিষ্কে অবস্থিত ।
উঃ- পিটুইটারি ।
২৯) গ্রীবাদেশে কোন্ অনাল গ্রন্থি অবস্থিত ?
উঃ- থাইরয়েড ।
৩০) অগ্ন্যাশয়ের মধ্যে কোন অনাল গ্রন্থি অবস্থিত ?
উঃ- আইলেটস্ অব্ ল্যাঙ্গারহ্যানস্ ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।