Latest

Saturday, March 5, 2022

Geography GK Prithibi & Sourojogot Part - 5 || ভূগোল জেনারেল নলেজ পৃথিবী ও সৌরজগৎ পর্ব - ৫ || Free PDF Download

 Geography GK Prithibi & Sourojogot Part - 5

Geography GK Prithibi & Sourojogot Part - 5


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK Prithibi & Sourojogot Part - 5 || ভূগোল জেনারেল নলেজ পৃথিবী ও সৌরজগৎ পর্ব - ৫ || Free PDF Download ।

আজ আমরা ভূগোলের সৌরজগৎ ও পৃথিবী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যা তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষাই অবশ্যই সাহায্য করবে।চলো দেরি না করে দেখেনি আজকের প্রশ্ন - উত্তর...


৫১) মহাবিষুব কোন দিনটিতে হয় ?

উঃ- ২১ শে মার্চ (বসন্তকালীন) ।

৫২) জলবিষুব কোন দিনটিতে হয় ?

উঃ- ২৩ শে সেপ্টেম্বর (শরৎকালীন)।

৫৩) কর্কট সংক্রান্তি কোন দিনটিতে হয় ?

উঃ- ২১ শে জুন (গ্ৰীষ্মকালীন)।

৫৪) মকর সংক্রান্তি কোন দিনটিতে হয় ?

উঃ- ২২ ডিসেম্বর (শীতকালীন)।

৫৫) মুলমধ্যরেখা কোন শহরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে ?

উঃ- লন্ডনের গ্রীনিচ মানমন্দিরের উপর দিয়ে।

৫৬) গ্রীনিচের দ্রাঘিমা কত?

উঃ- ০°।

৫৭) গ্রীনিচের সময় অনুসারে চলে কোন ঘড়ি ?

উঃ- ক্রোনোমিটার ঘড়ি (পৃথিবীর প্রমাণ সময়)।

৫৮) নিশীথ সূর্যের দেশ কাকে বলে?

উঃ- নরওয়েকে।

৫৯) উত্তর গোলার্ধে কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় কিসের সাহায্যে ?

উঃ- ধ্রুবতারার উন্নতির(Altitude) সাহায্যে।

৬০) অক্ষাংশ পরিমাপের একককে কী বলে ?

উঃ- ডিগ্রী ।

৬১) লাল গ্রহ কাকে বলে ?

উঃ- মঙ্গল।

৬২) চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয় ?

উঃ- ২৭ দিন ৮ ঘন্টা।

৬৩) নিরক্ষরেখার মান কত?

উঃ- ০° ।

৬৪) নিরক্ষরেখার উপর সূর্য সারাবছর কিভাবে কিরণ দেয় ?

উঃ- লম্বা ভাবে।

৬৫) চির বসন্তের দেশ কাকে বলে ?

উঃ- ইকুয়েডরের রাজধানী কিটো

৬৬) বিষুব কথার অর্থ কী ?

উঃ- দিন-রাত্রি সমান।

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।