Latest

Wednesday, March 30, 2022

Geography GK in Bengali PDF Part - 20।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২০

 Geography GK in Bengali PDF Part - 20

Geography GK in Bengali PDF Part - 20


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 20 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২০ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -


281. গঙ্গানদীর ওপর নির্মিত পশ্চিমবঙ্গের একটি বাঁধের নাম লেখো ।

উত্তরঃ- ফরাক্কা বাঁধ ।

282. ব্রহ্মপুত্র নদ কোন্ নামে ভারতে প্রবেশ করেছে ?

উত্তরঃ- ডিহং নামে ।

286. ব্রহ্মপুত্র নদ কোন্ ৩ টি নদের মিলিত প্রবাহ ?

উত্তরঃ- ডিহং , ডিবং ও লোহিত ।

287. রাজস্থানের একটি নদীর নাম লেখো ।

উত্তরঃ- লুনি ।

288. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো ।

উত্তরঃ- রুপনগর / মেধা / লোকটাক ।

289. সিন্ধু কোন্ কোন্ দেশের ওপর দিয়ে প্রবাহিত ?

উত্তরঃ- চিনের তিব্বত , পাকিস্তান ও ভারতের জম্মু ও কশ্মীর ।

290. ভারতে জম্মু ও কাশ্মীর অংশে সিন্ধুর সাথে কোন্ কোন্ নদী মিলিত হয়েছে ?

উত্তরঃ- জাস্কর , সায়ক , গিলগিট , দ্রাস ইত্যাদি ।

291. ব্রহ্মপুত্র নদ কোন কোন দেশের ওপর দিয়ে প্রবাহিত ?

উত্তরঃ- চিনের তিব্বত , ভারতের আসাম ও বাংলাদেশ ।

292. ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম লেখো ।

উত্তরঃ- মাজুলী দ্বীপ ।

293. নর্মদা নদীতে অবস্থিত একটি জলপ্রপাতের নাম লেখো ।

উত্তরঃ- ধুঁয়াধর জলপ্রপাত ।

294. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?

উত্তরঃ- গেরসোপ্পা জলপ্রপাত ।

295. মহানদীর ওপর কোন বাঁধ নির্মাণ করা হয়েছে ?

উত্তরঃ- হীরাকুঁদ বাঁধ ।

296. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোন্‌টি ?

উত্তরঃ- গোদাবরী ।

297. দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি ?

উত্তরঃ- কৃয়া নদী ।

298. কুয়া নদীতে নির্মিত জলাধারের নাম লেখো ।

উত্তরঃ- নাগার্জুন সাগর জলাধার ।

299. বর্ষাকালে ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?

উত্তরঃ- ভারতের পশ্চিম উপকূলে এবং উত্তর - পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে ।

300. ভারতে বর্ষাকালের অপর নাম কী ?

উত্তরঃ- দক্ষিণ - পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকাল ।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৯ দেখতে ক্লিক করুন ।