Latest

Thursday, February 17, 2022

Life Science GK Bengali PDF Part - 17 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১৭

 Life Science GK Bengali PDF Part - 17 

Life Science GK Bengali PDF Part - 17
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 17 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১৭ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali

207. মানুষের ম্যালেরিয়ার রোগ সৃষ্টকারী অনুজীবটি কী জাতীয় ?

উঃ- প্রোটোজোয়া।

208. কোন্ ব্যাক্টেরিয়া মানব দেহে কুষ্ঠ রোগ সৃষ্টি করে ?

উঃ- মাইকোব্যাক্টেরিয়াম লেপ্রি।

209. স্ত্রী অ্যানোফিলিস মশা যে ম্যালেরিয়া রোগের বাহক তা কে আবিষ্কার করেন ?

উঃ- স্যার রোনাল্ড রস।

210. প্লাজমোডিয়ামের খাদ্য কি ?

উঃ- লোহিত রক্তকণিকার রস।

211. অ্যান্টামিবা হিস্টোলাইটিকা মানবদেহের কোথায় বাস করে ?

উঃ- ক্ষুদান্ত্রে ও বৃহদান্ত্রে।

212. অ্যান্টামিবার জীবন চক্রের কোন্ দশাটি সংক্রামক ?

উঃ- সিস্টিক দশা।

213. শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষা করে জীবন ধারণকে কি বলে ?

উঃ- স্বাস্থ্যবিধি বা হাইজিন।

214. অ্যান্টামিবার কোন প্রজাতিটি মানুষের মুখগহ্বরে বাস করে ?

উঃ- অ্যান্টামিবা জিঞ্জিভ্যালিস।

215. ম্যালেরিয়া পরজীবীর সংক্রমণযোগ্য দশাটির নাম কি ?

উঃ- স্পোরোজয়েট।

216. কোন ছত্রাক আলুর নাবি-ধসা রোগ সৃষ্টি করে ?

উঃ- ফাইটোপথোরা ইনফেসট্যান্স।

217. কোন্ ব্যাক্টেরিয়া মানব দেহে কলেরা রোগ সৃষ্টি করে ?

উঃ- ভিব্রিও কলেরি ।

218. কোন ব্যাক্টেরিয়া মানব দেহে টাইফয়েড রোগ সৃষ্টি করে ?

উঃ- টাইফয়েড ব্যাসিলাস বা সালমোনেলা টাইফি।

219. কোন ব্যাক্টেরিয়া মানব দেহে যক্ষা রোগ সৃষ্টি করে ?

উঃ- টিউবারকিউলার ব্যাসিলাস (T.B) বা মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস।

220. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে কোন্ ব্যাক্টেরিয়া ?

উঃ-  অ্যাজোটোব্যাক্টার ।

221. মানবদেহে ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি করে কোন ভাইরাস ?

উঃ- ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।

222. ভিব্রিও কলেরী  কি প্রকৃতির ব্যাক্টেরিয়া ?

উঃ- কমা আকৃতির গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়া।

223. গোলাকার ব্যাক্টেরিয়াকে কি বলে ?

উঃ- কক্কাস।

224. দন্ডাকার ব্যাক্টেরিয়াকে কি বলে ?

উঃ- ব্যাসিলাস।

225. প্যাঁচালো ব্যাক্টেরিয়াকে কি বলে ?

উঃ- স্পাইরিলাম।

226. মানুষের কলেরা রোগ সৃষ্টকারী অনুজীবটি কী জাতীয় ?

উঃ- ব্যাক্টেরিয়া।

227. পোলিও রোগের ভাইরাস মানবদেহের কোন্ অঙ্গকে আক্রমণ করে ?

উঃ- সুষুম্নাকান্ডের ধূসর বস্তুকে।

228. সালক এবং সেবিন কোন রোগের ভ্যাকসিন ?

উঃ- পোলিও রোগের।

229. জীববিদ্যার যে শাখায় জীবাণু নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে ?

উঃ- মাইক্রোবায়োলজি।

230. যে সমস্ত জীবাণু রোগ সৃষ্টি করতে পারে না তাদের কি বলে ?

উঃ- নন-প্যাথোজেনিক জীবাণু ।

231. জীবাণু প্রধানত কয় রকম ও কী কী ?

উঃ- প্রধানত তিন রকম । যথা- ব্যাক্টেরিয়া, ছত্রাক ও আদ্যপ্রাণী।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here