Latest

Thursday, February 17, 2022

Histrory General Knowladge Part - 45 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৪৫ ।। Free PDF Download

 Histrory General Knowladge Part - 45

Histrory General Knowladge Part - 45
Histrory General Knowladge


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowladge Part - 45 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৪৫ ।। Free PDF Download ।

বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –

১০১৩ History of Tipu Sultan'-গ্রন্থের রচয়িতা কে ?

উঃ- ঐতিহাসিক মহিবুল হাসান।

১০১৪। ‘Haider was born to creat an empire,Tipu to lose one’ - এরূপ মন্তব্য কোন ঐতিহাসিকের ?

উঃ- ঐতিহাসিক উইলকস।

১০১৫। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল ?

উঃ- ১৭৬১ খ্রিস্টাব্দে।

১০১৬। ‘পেশোয়া’ শব্দের অর্থ কি ?

উঃ- প্রধানমন্ত্রী।

১০১৭। প্রথম পেশোয়া কে ছিলেন ?

উঃ- পেশায়া বালাজি বিশ্বনাথ।

১০১৮। ‘ভারতের ম্যাকিয়াভেলি’ কাকে বলা হয় ?

উঃ- মারাঠা নেতা নানাফড়নবিশকে।

১০১৯। প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে শুরু হয় ?

উঃ- ১৭৭৫ খ্রিস্টাব্দে।

১০২০। সুরাটের সন্ধি (১৭৭৫ খ্রিস্টাব্দে) কাদের মধ্যে হয়েছিল ?

উঃ- রাজ্যচ্যুত পেশোয়া রঘুনাথরাও ও বোম্বাইয়ের ইংরেজ কর্তৃপক্ষ।

১০২১। সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ- ১৭৮২ খ্রিস্টাব্দে।

১০২২। শেষ পেশোয়া কে ছিলেন ?

উঃ- পেশোয়া দ্বিতীয় বাজিরাও।

১০২৩। পেশোয়া দ্বিতীয় বাজিরাও-এর মন্ত্রী কে ছিলেন ?

উঃ- ত্রিম্বকজি।

১০২৪। তৃতীয় বা শেষ ইঙ্গ-মারাঠা যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ?

উঃ- ১৮১৭ খ্রিস্টাব্দে।

১০২৫। কোন গভর্নর জেনারেলের আমলে মারাঠা প্রায় সম্পূর্ণভাবে ইংরেজদের অধীনে আসে ?

উঃ- গভর্নর জেনারেল লর্ড হেস্টিংস।

১০২৬। মারাঠা পেশোয়ার কেন্দ্রীয় দপ্তর কোথায় ছিল ?

উঃ- পুনায়।

১০২৭। বেসিনের সন্ধি (১৮০২ খ্রিস্টাব্দে)কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ- ইংরেজ এবং পেশায়া দ্বিতীয় বাজিরাও-এর মধ্যে।

১০২৮। মারাঠাদের আয়ের প্রধান দুই উৎস কি ছিল ?

উঃ- চথ ও সরদেশমুখী নামক দুই প্রকার কর।

১০২৯। শিখধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ- গুরু নানক।

১০৩০। শিখ ধর্মে দশম বা শেষ গুরু কে ছিলেন ?

উঃ- গুরু গোবিন্দ সিং।

১০৩১। শিখদের মধ্যে 'খালসা' নামক সামরিক বাহিনী গড়ে তোলেন কে ?

উঃ- গুরু গোবিন্দ সিং।

১০৩২। ‘মিসল’ কাকে বলে ?

উঃ- শিখদের এক-একটি গোষ্ঠীকে 'মিসল' বলা হয়।

১০৩৩। রঞ্জিত সিং কোন মিসলের অধিপতি ছিলেন ?

উঃ- ‘সুকারচাকিয়া’ মিসলের।

১০৩৪। রঞ্জিত সিং-কে কে রাজা উপাধি দিয়েছিলেন ?

উঃ- আফগান অধিপতি জামান শাহ।

১০৩৫। ‘অখিল শিখ রাজ্য’ গঠনে কে প্রয়াসী হয়েছিলেন ?

উঃ- রঞ্জিত সিং।

১০৩৬। ‘শিখ’ শব্দের অর্থ কি ?

উঃ- শিষ্য।

১০৩৭। ‘পাঞ্জাব কেশরী’ নামে কে পরিচিত ছিলেন ?

উঃ- রঞ্জিত সিং।

১০৩৮। অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ- ১৮০৯ খ্রিস্টাব্দে।


আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।

To Know More About Indian History Click Here