Latest

Saturday, February 12, 2022

Histrory General Knowladge Part - 41 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৪১ ।। Free PDF Download

 Histrory General Knowladge Part - 41

Histrory General Knowladge Part - 41
Histrory General Knowladge


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowladge Part - 41 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৪১ ।। Free PDF Download ।

বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –

৯১৭ ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন ?

উঃ- বাহাদুর শাহ্।

৯১৮। কোন্ যুদ্ধে টিপু সুলতান মারা যান ?

উঃ- চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে।

৯১৯। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?

উঃ-১৭৯৯ খ্রিস্টাব্দে।

৯২০। কে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেছিলেন ?

উঃ- মিরকাশিম।

৯২১। মাল-জমিনি প্রথার প্রবর্তন করেন কে ?

উঃ- মুরশিদকুলি খাঁ।

৯২২। মুরশিদকুলি খাঁর পর কে বাংলার নবাব হন ?

উঃ- সুজাউদ্দিন।

৯২৩। পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন ?

উঃ- রবার্ট ক্লাইভ।

৯২৪। সিরাজ-উদ্দৌলাকে কে হত্যা করেন ?

উঃ- মিরজাফরের পুত্র মিরন।

৯২৫। বিদেরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উঃ- ওলন্দাজের এর সঙ্গে রবার্ট ক্লাইভের।

৯২৬। মোগল দরবারে যে তিনটি দল গড়ে উঠেছিল তাদের নাম কি ?

উঃ- ইরানি,তুরানি ও হিন্দুস্থানী দল।

৯২৭। সিরাজের স্ত্রীর নাম কি ?

 উঃ- লুৎফুউন্নিসা।

৯২৮। সিরাজের প্রধান সেনাপতির নাম কি ?

 উঃ- মিরজাফর।

৯২৯। ‘নীল জল’ নীতি কি ?

উঃ- গোয়ার পোর্তুগিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতি।

৯৩০। পন্ডিচেরির ফরাসি গভর্নর কে ছিলেন ?

উঃ- ডুপ্লে।

৯৩১। গুরু গোবিন্দ সিং কে ছিলেন ?

উঃ- শিখদের দশম গুরু।

৯৩২। বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ?

উঃ- স্যার আয়ারকুট।

৯৩৩। বন্দিবাসের যুদ্ধে ফরাসি পক্ষের সেনাপতি কে ছিলেন ?

উঃ- কাউন্ট-ডি-লালি।

৯৩৪। দ্বিতীয় কর্ণাটক যুদ্ধে ফরাসি সেনাপতি কে ছিলেন ?

উঃ- বুসি।

৯৩৫। মরিশাসে ফরাসি শাসকের নাম কি ছিল ?

উঃ- লা-বুরদনে।

৯৩৬। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন নায়েব সুবাদারের নাম লেখ।

উঃ- রেজা খাঁ।

৯৩৭। শিখদের প্রথম গুরু কে ছিলেন ?

উঃ- গুরু নানক।

৯৩৮। অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেন ?

উঃ- গুরু অর্জুন।

৯৩৯। বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর কবে ঘটেছিল ?

উঃ- ১১৭৬ বঙ্গাব্দে বা ১৭৭০ খ্রিস্টাব্দে।

৯৪০। মার্কার ও সমরু কে ছিলেন ?

উঃ- বক্সারের যুদ্ধে মিরকাশিমের দুই ফরাসি সেনাপতি।

৯৪১। অমৃতসর সরোবর কে খনন করেছিলেন ?

 উঃ- শিখগুরু রামদাস।


আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।

To Know More About Indian History Click Here