Latest

Thursday, February 17, 2022

Bengali Mixed GK Part - 16 ।। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপদেশ সম্পর্কে কিছু তথ্য বাংলা জিকে পর্ব - ১৬ ।। Free PDF Download

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপদেশ সম্পর্কে কিছু তথ্য বাংলা জিকে পর্ব - ১৬


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, Bengali Mixed GK Part - 16 ।। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপদেশ সম্পর্কে কিছু তথ্য বাংলা জিকে পর্ব - ১৬ ।। Free PDF Download

আজকের জেনারেল নলেজ গুলি দেখে নাও আশা করি তোমাদের কাজে লাগবে । প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

Bengali Mixed GK

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপদেশ সম্পর্কে কিছু তথ্য 

১। বাহামাস কথাটির অর্থ কি ?

উঃ বৃহৎ উচ্চমধ্যভূমি ।

২। বাহামাস দেশটি কত সালে স্বাধীনতা অর্জন করেছিল ?

উঃ ১০ জুলাই ১৯৭৩

৩। বাহামাসের জাতীয় প্রাণী কি ?

উঃ ফ্লেমিংগো ।

৪। বাহামাসের জাতীয় খেলা কি ?

উঃ ক্রিকেট

৫। ক্রিস্টোফার কলম্বাস কবে বাহামাসে পৌছেছিলেন ?

উঃ ১২ অক্টোবর , ১৪৯২ ।

৬ । কোন দেশকে আকাশ থেকে দেখতে কুমীরের মতো ?

উঃ কিউবা ।

৭। বিশ্বের বৃহত্তম চিকিৎসা স্কুল কোথায় রয়েছে ?

উঃ হাভানা, কিউবা ।

৮। বিশ্বের ক্ষুদ্রতম পাখির নাম কি ?

উঃ হামিং বার্ড ।

৯। হামিং বার্ড পাখি কোন দেশে পাওয়া যায় ?

উঃ কিউবা ।

১০। বিশ্বের সেরা সিগারেট কি?

উঃ হাভানা সিগারেট ।

১১। কিউবার জনপ্রিয় খেলা কি ?

উঃ বেসবল ।

১২। ক্যারিবিয়ান দ্বীপুঞ্জের সবচেয়ে জনবহুল দেশ কোনটি ?

উঃ কিউবা ।

১৩। বিশ্বের কোন দেশে ডাক্তারের সংখ্যা সবথেকে বেশি ?

উঃ কিউবা ।

১৪। পশ্চিম গোলার্ধের একমাত্র কমিউনিস্ট দেশ কোনটি ?

উঃ কিউবা ।

১৫। জামাইকা তথা বিশ্বের দ্রুততম মানুষটির নাম কি ?

উঃ উইসেন বোল্ট ।

১৬। কত সালে জামাইকা স্বাধীনতা লাভ করেছিল ?

উঃ ১৯৬২ সালে ।

১৭। পশ্চিম গোলার্ধের সবচেয়ে গরীব দেশ কোনটি ?

উঃ হাইতি ।

১৮। ক্রিস্টোফার কলম্বাসের সমাধি রয়েছে কোন দেশে ?

উঃ হাইতি ।

১৯। হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্র দেশদুটি কোন দ্বীপের দুটি খণ্ড ?

উঃ হিসপানিওলা ।

২০। কোন দেশের জাতীয় পতাকায় বাইবেলের ছবি আছে ?

উঃ ডোমিনিকান প্রজাতন্ত্র ।

২১। অ্যান্টিগুয়া ও বারবুডা দেশের সর্বচ্চো শৃঙ্গের নাম কি ?

উঃ মাউন্ট ওবামা ।

২২। বিখ্যাত ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডাস কোন দেশের অধিবাসী ?

উঃ অ্যান্টিগুয়া ও বারবুডা ।

২৩। ডোমিনিকা দেশের সর্বচ্চো শৃঙ্গের নাম কি ?

উঃ মর্ন দিয়াবলোটিন ।

২৪। ডোমিনিকা দেশের সবচেয়ে মনোমুগ্ধকর ও সৌন্দর্যময় জলপ্রপাতের নাম কি ?

উঃ ভিক্টোরিয়া জলপ্রপাত ।

২৫। কোন দেশকে উড়ন্ত মাছে দেশ বলা হয় ?

উঃ বার্বাডোজ ।

২৬। বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনের পূর্বনাম কি ?

উঃ ইন্ডিয়ান ব্রিজ ।

২৭। বিশ্বের বৃহত্তম অ্যাসফাল্ট ভান্ডার রয়েছে কোথায় ?

উঃ পিচলেক , ত্রিনিনাদ ও টোবাগো ।

২৮। পশ্চিম গোলার্ধের সবছেয়ে ছোট দেশ কোনটি ?

উঃ সেন্ট কিটস ও নেভিস ।

২৯। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোন দেশ সবচেয়ে উন্নত ?

উঃ ত্রিনিনাদ ও টোবাগো

৩০। সেভেন সিস্টারস ফলস কোন দেশে অবস্থিত ?

উঃ গ্রেনাডা ।

৩১। কোন দেশকে বিশ্বের মশলার দেশ বলা হয় ?

উঃ গ্রেনাডা ।




আজকের Bengali Mixed GK Part - 16 টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করো -

PDF Details:

PDF Name : Bengali Mixed GK Part - 16
Language : বাংলা
PDF Size : 0.12 MB
No. of Pages : 02
Download Link : Click Here To Download