Life Science GK Bengali PDF Part - 5
![]() |
Life Science GK Bengali PDF Part - 5 |
২০১) মানুষের দেহে হরমোন কার
মাধ্যমে বাহিত হয় ?
উঃ- রক্ত।
২০২) ভ্যারিওলা ভাইরাস কি
মানুষের পক্ষে অপকারী?
কি ক্ষতি সাধন করে ?
উঃ- হ্যাঁ । এরা মানুষের দেহে বসন্ত
রোগের সৃষ্টি করে।
২০৩) ক্যাপসিড কি ? কি দিয়ে
তৈরি ?
উঃ- ভাইরাসের বাইরের আবরণ ।
প্রোটিন ।
২০৪) রক্তকে বিভিন্ন ভাগে ভাগ
করা হয় কিসের উপর ভিত্তি করে ?
উঃ- প্রোটিন ফ্যাক্টর।
২০৫) পেরিস্টালসিস পদ্ধতি
কাকে বলে ?
উঃ- আমাদের খাদ্যনালীতে যে
অনৈচ্ছিক পেশির অস্তিত্ব রয়েছে তাদের সংকোচন-প্রসারণ পদ্ধতিকে।
২০৬) মানুষের বা অন্যান্য
স্তন্যপায়ী প্রাণী দেহের অস্থিমধ্যস্থ লাল মজ্জার মধ্যে কোন বস্তু তৈরি হয়ে থাকে
?
উঃ- লোহিত কণিকা।
২০৭) মানুষের ক্রোমোজোম
সংখ্যা কি অন্যসব প্রাণীদের চেয়ে কম ?
উঃ- না। এসকারিস নামে
গোলকৃমির মাত্র দুইটি ক্রোমোজোম থাকে।
২০৮) মানুষের টিবিয়া ফিবুলা
ও ফিমার অস্থি গুলি কোন কার্যে সহায়ক ?
উঃ- গমনের।২০৯) জাল থেকে যেসব শিরা উৎপন্ন হয় তাদের কি বলে ?
উঃ- সিস্টেমিক শিরা
২১০) ওলিগোসাইথিমিয়া কাকে
বলে ?
উঃ- রক্তে লোহিত কণিকার
সংখ্যা হ্রাস পেলে সে অবস্থাকে।
২১১) ধমনী শিরাএবং বৃক্ষের
মধ্যে কার স্পন্দন আছে ?
উঃ- ধমনীর স্পন্দন আছে।
২১২) পূর্ণ বয়স্ক নারীদের দৈনিক মৌল বিপাকের হার কত
?
উঃ- ১৪০০ ক্যালরি।
২১৩) মলের বর্ণ অধিকাংশ
ক্ষেত্রে হলুদ হওয়ার কারণ কি ?
উঃ- পিত্তরস মিশ্রিত থাকে বলে।
২১৪) ব্লাড ক্যান্সার আর
লিউকোমিয়া কি একই রোগ ?
উঃ- হ্যাঁ।
২১৫) ব্লাড ক্যান্সার হওয়ার
কারণ কি ?
উঃ- রক্তের শ্বেত কণিকার
সংখ্যা অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়া।
২১৬) ইনসুলিন কোথায় তৈরি হয়
?
উঃ- অগ্ন্যাশয়ের মধ্যে
আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক একগোছা কলার অস্তিত্ব বর্তমান সেখানেই ইনসুলিন
তৈরি হয়।
২১৭) পিটুইটারি গ্রন্থি
কোথায় থাকে ?
উঃ- মস্তিষ্কে তৃতীয় গহবর এর
নিচে।
২১৮) কোন গ্ল্যান্ডের নির্গমন
পথের অস্তিত্ব নেই ?
উঃ- এণ্ডোক্রিন গ্ল্যান্ডের।
ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে।
২১৯) আবেগের গতি কোন তন্ত্রের
মাধ্যমে প্রবাহিত হয় ?
প্রতি সেকেন্ডে এর গতি কত ?
উঃ- নার্ভ। সেকেণ্ডে ১২৫
মিটার।
২২০) কোন গ্রন্থি রাসায়নিক
দূত নামে পরিচিত ?
উঃ- পিটুইটারি গ্রন্থি।
২২১) মানব মস্তিষ্কে কয়টি
নার্ভ কোষ থাকে ?
উঃ- ৯২,০০০,০০০ টি
নার্ভ কোষ থাকে ।
২২২) খাদ্যদ্রব্য
ক্ষুদ্রান্তে প্রবেশের কতক্ষণ পরে ইন্টেস্টিনাল ফেজের ক্ষরণ আরম্ভ হয় ?
উঃ- আড়াই থেকে তিন ঘণ্টা পর।
২২৩) কোনটি ক্ষুদ্রান্তের
স্থির অংশ ?
উঃ- গ্রহণী ।
২২৪) পাকস্থলীতে
হাইড্রোক্লোরিক এসিডের কাজ কি ?
উঃ- পাচনরোধক হিসেবে কাজ করে।
আর যাবতীয় খাদ্যদ্রব্য থেকে জল বিশ্লেষণে সহায়তা করে।
২২৫) পাকস্থলীর ডিয়োডেনামের
আকৃতি কেমন ?
উঃ- ইংরেজি 'C' অক্ষরের মত ।
২২৬) আমাদের ক্ষুদ্রান্তের
প্রকারের কয়টি স্তর থাকে ?
উঃ- চারটি ।
২২৭) মৌল বিপাক কোন অবস্থাতে
ঘটে ?
উঃ- মানুষ বা অন্য কোনো প্রাণী যখন বিশ্রামরত অবস্থায়
অবস্থান করে তখন নামমাত্র শক্তি ব্যায়ে মৌলবিপাক ঘটে ।
২২৮) ধমনীর গায়ের
স্থিতিস্থাপকতা ধর্ম বর্তমান থাকায় রক্ত চলাচলের সময় কি প্রভাব লক্ষিত হয় ?
উঃ- রক্ত ঝাঁকুনি দিয়ে চলে ।
২২৯) আমাদের দেহে কোন রোগ
ছত্রাকের দ্বারা হয়ে থাকে ?
উঃ- দাদ ।
২৩০) দাদকে ইংরেজিতে কী বলে ?
উঃ- রিং ওয়ার্ম।
২৩১) মানুষের চোখে ছানি পড়ে
কেন ?
উঃ- চোখের মধ্যে লেন্স
অবস্থান করে, লেন্সের
উপরে রাসায়নিক পদার্থ সঞ্চিত হয়ে লেন্সটিকে ঘোলা করে তোলে ।
২৩২) কখন মানুষের দেহের
সংকোচন-প্রসারণ ধর্ম নষ্ট হয়ে যায় ?
উঃ- মৃত্যুর পর ।
২৩৩) মানুষের রক্তপ্রবাহের
একমুখীতার নিয়ন্ত্রক কে ?
উঃ- কপাটিকা ।
২৩৪) ম্যাকুলা লুটিয়া বা
পিতবিন্দু কোথায় থাকে ?
উঃ- চোখে ।
২৩৫) বৃদ্ধির হার বলতে কী
বোঝায় ?
উঃ- দেহের ওজন প্রতিদিন যে পরিমাণ বৃদ্ধি হয় তাকে
বৃদ্ধির হার বলে ।
২৩৬) মানুষের পেশীকলা সংখ্যায়
বাড়ে নাকি আকারে বাড়ে ?
উঃ- আকারে ।
২৩৭) মানুষের দেহের বৃদ্ধি
কিভাবে হয় ?
উঃ- দেহস্থিত পেশীকলা গুলি
সংখ্যায় বাড়েনা সত্য তবে তারা ক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে দেহকে আয়তনে বৃদ্ধি
করে।
২৩৮) সর্বপ্রথম নার্ভতন্ত্রের
ক্রিয়ার কথা মানুষ জানতে পারে কিসের মাধ্যমে ?
উঃ- হাইড্রার মাধ্যমে ।
২৩৯ পায়রা বহু দূরের বস্তু
কে দেখতে পায় কেন ?
উঃ- চোখে পেকটিন নামক বিশেষ
অঙ্গের অস্তিত্বের জন্য ।
২৪০) বৃক্ক ছাড়া আমাদের আর
কোন অঙ্গ রেচন কার্য সম্পন্ন করে ?
উঃ-স্বেদগ্রন্থি ।
২৪১) সেন্ট্রোসোম কি মানুষের
কোষে নাকি উদ্ভিদের কোষ থাকে ?
উঃ- মানুষের কোষে।
২৪২) প্রাণীদেহের কোন যন্ত্রে
আলো, স্পর্শ, স্বাদ, শব্দ, গন্ধ ও
ব্যথা-বেদনা গ্রহণ করে ?
উঃ- রিসেপ্টর নামক যন্ত্র ।
২৪৩) ডিম্বাণু ও শুক্রাণুর
মিলনে যে ভ্রুনের উদ্ভব হয় তার নাম কি ?
উঃ- জায়গোট ।
২৪৪) প্লাসমোডিয়াম কি ?
উঃ- ম্যালেরিয়ার বীজাণু।
২৪৫) কোন জীব বিজ্ঞানী
ম্যালেরিয়ার বংশ বৃদ্ধি এবং প্লাসমোডিয়ামের অবস্থিতি আবিষ্কার করে স্মরনীয় হয়েছেন
?
উঃ- রোনাল্ড রস ।
২৪৬) জীবকোষকে মেয়োসিসের
আবিষ্কারক কে ?
উঃ- বেনেডেন ।
২৪৭) বেনেডেন- এর পুরো নাম কি
?
উঃ- এডওয়ার্ড ওন্ ব বেনেডেন ।
২৪৮) জীবের শ্বাস কার্য
পরিচালনার কালে রক্তের জে পদার্থের মাধ্যমে গ্যাসের পরিবহন সম্পন্ন হয় তাকে কি বলে
?
উঃ- শ্বাসরঞ্জক ।
২৪৯) মাইক্রোস্কোপ যন্ত্রের কাজ কি ? আবিষ্কর্তা কে ?
উঃ অতিসুক্ষ্ম বস্তু,
জীবাণুকে সনাক্তকরণ । লিউয়েন হক ।
২৫০) ওয়ালথার ফ্লেমিং এর
পরিচয় কি ?
উঃ- প্রাণী কোষের মাইটোসিসের
আবিষ্কারক ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।