Latest

Friday, January 21, 2022

RRB NTPC GENERAL AWARENESS PRACTICE SET-1।। Part - 2 ।। জেনারেল অ্যাওয়ারনেস প্র্যাকটিস সেট- ১।। পর্ব - ২ ।। Free pdf Download

 RRB NTPC GENERAL AWARENESS PRACTICE SET-1।। Part - 2

RRB NTPC GENERAL AWARENESS PRACTICE SET-1।। Part - 2


হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব RRB NTPC GENERAL AWARENESS PRACTICE SET-1।। Part - 2 ।। জেনারেল অ্যাওয়ারনেস প্র্যাকটিস সেট- ১।। পর্ব - ২ ।। Free pdf Download

আজকে শেয়ার করব rrb ntpc এর general awareness এর কিছু গুরত্বপূর্ণ প্রশ্ন । চলো বন্ধুরা দেখে নাও আজকের rrb ntpc এর general awareness প্রশ্ন গুলি –

২১) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয় - 
(ক) ১৯১৮ , 
(খ) ১৯২০ , 
(গ) ১৯২২ , 
(ঘ) ১৯২৬ ।

২২) 'INTUC' কবে গঠিত হয় - 
(ক) ১৯৪৪ , 
(খ) ১৯৪৫ , 
(গ) ১৯৪৯ , 
(ঘ) ১৯৫১।

২৩) ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট কে ছিলেন ? – 
(ক) সরোজিনী নাইডু 
(খ) সূর্য সেন 
(গ) সুভাষচন্দ্র বসু 
(ঘ) আবুল কালাম আজাদ ।

২৪) বৈদিক যুগে জন বলতে কাদের বোঝাত - 
(ক) বিচার বিভাগের প্রধান , 
(খ) প্রশাসনিক সংগঠনের সর্বোচ্চ একক , 
(গ) আইন বিভাগের প্রধান , 
(ঘ) উপরের সবগুলিই ।

২৫) দারিদ্র্য দূরীকরণ স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল - (ক) তৃতীয় , 
(খ) চতুর্থ , 
(গ) পঞ্চম , 
(ঘ) ষষ্ঠ ।

২৬) ' আগা খান কাপ ' কোন খেলার সঙ্গে যুক্ত - 
(ক) ফুটবল , 
(খ) হকি , 
(গ) লন টেনিস , 
(ঘ) টেবিল টেনিস ।

২৭) কোন শিল্পকে ' সূর্যোদয় শিল্প ' বলা হয় - 
(ক) প্লাস্টিক , 
(খ) অটোমোবাইল , 
(গ) গয়না , 
(ঘ) তামা।

২৮) পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র অবস্থিত -
(ক) তমলুক , 
(খ) বর্ধমান , 
(গ) ব্যারাকপুর , 
(ঘ) পুরুলিয়া ।

২৯) ছোটোনাগপুরের মালোভূমি কোন শিলায় গঠিত - 
(ক) পাললিক শিলা , 
(খ) আগ্নেয় শিলা , 
(গ) রূপান্তরিত শিলা , 
(ঘ) প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা ।

৩০) নিম্নলিখিত কোন রাজনৈতিক নেতা অসহযোগ আন্দোলনের সময় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন - 
(ক) মহাত্মা গান্ধী , 
(খ) মতিলাল নেহেরু , 
(গ) হসরত মোহানী , 
(ঘ) সি আর দাশ ।

৩১) জগতের আলো উপাধি কাকে দেওয়া হয় - 
(ক) মেহেরুন্নেসা , 
(খ) মরিয়ম , 
(গ) গুলবদন বেগম , 
(ঘ) মুমতাজ বেগম।

৩২) কত সালে প্রথম ভারতে সংবিধান সংশোধন করা হয় - 
(ক) ১৯৫০ 
(খ) ১৯৫১ 
(গ) ১৯৫৫ 
(ঘ) ১৯৬১ ।

৩৩) বারাণসী কোন নদীর তীরে অবস্থিত - 
(ক) গোমতী , 
(খ) গঙ্গা , 
(গ) কাবেরী , 
(ঘ) মহানন্দা।

৩৪) ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত কোন ধাতুটি - 
(ক) সোডিয়াম , 
(খ) ম্যাগনেশিয়াম , 
(গ) আয়রন , 
(ঘ) অ্যালুমিনিয়াম ।

৩৫) সমান নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুকে কী বলে - 
(ক) আইসোবার , 
(খ) আইসোটোপ , 
(গ) আইসোমার , 
(ঘ) আইসোটোন।

৩৬) সাইমন কমিশন যে জন্য নিয়োগ করা হয়েছিল - 
(ক) শিক্ষা সংক্রান্ত সংস্কার , 
(খ) প্রশাসনিক সংস্কার , 
(গ) জেল কোড সংস্কার , 
(ঘ) ভারতীয় সংবিধানিক সংস্কার ।

৩৭) কোন দেশের নৌবাহিনী অপারেশন ভ্যানিলা চালু করেছে - 
(ক) ভারতীয় নৌবাহিনী , 
(খ) জাপানের নৌবাহিনী , 
(গ) মাদাগাস্কারের নৌবাহিনী, 
(ঘ) ফ্রান্সের নৌবাহিনী ।

৩৮) কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠানো হলে তার ওজন - 
(ক) বাড়বে , 
(খ) কমবে , 
(গ) একই থাকবে , 
(ঘ) প্রথমে বেড়ে পরে কমবে ।

৩৯) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন - 
(ক) বদরুদ্দীন তায়েবজি , 
(খ) এম এ আনসারি , 
(গ) মৌলানা আবুল কালাম আজাদ , 
(ঘ) খান আবদুল গফর খান ।

৪০) ভাকরা নাঙ্গাল জলাধার নিমোক্ত কোন নদীর উপরে অবস্থিত - 
(ক) শতদ্রু , 
(খ) বিতস্তা , 
(গ) বিপাশা , 
(ঘ) সিন্ধু ।


আজকের rrb ntpc এর প্রশ্নের pdf ও উত্তর পেতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here