Latest

Saturday, January 8, 2022

Life Science Respiration System Part - 3 ।। জীবন বিজ্ঞান শ্বসন প্রক্রিয়া পর্ব - ৩

 Life Science Respiration System Part - 3

Life Science Respiration System Part - 3
Life Science Respiration System


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science Respiration System Part - 3 ।। জীবন বিজ্ঞান শ্বসন প্রক্রিয়া পর্ব - ৩ ।

বন্ধুরা জীবন বিজ্ঞানের শ্বসন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি । নীচের লিঙ্ক থেকে প্রয়োজনে তোমরা PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

৩১) প্রাণীর শ্বাসকারর্যের পর্যায় দুটি কী ?

উঃ- নিঃশ্বাস ও প্রশ্বাস।

৩২) শ্বাস নেওয়াকে কী বলা হয় ?

উঃ- প্রশ্বাস।

৩৩) শ্বাস ছেড়ে দেওয়াকে কী বলা হয় ?

উঃ- নিঃশ্বাস।

৩৪) ফুসফুসের আবরণীর নাম কী ?

উঃ- প্লুরা।

৩৫) একটি অবাত শ্বসন কারী ব্যাক্টেরিয়ার নাম কী?

উঃ- ক্লস্ট্রিডিয়াম।

৩৬) উদ্ভিদ দেহে শ্বসনের বিপরীত জৈবিক ক্রিয়া কোনটি ?

উঃ- সালোকসংশ্লেষ

৩৭) অ্যালভিওলাই কোথায় অবস্থিত ?

উঃ- ফুসফুসের অন্তঃগাত্রে।

৩৮) কোন জলজ প্রাণী ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?

উঃ- তিমি।

৩৯) উদ্ভিদ দেহে শ্বসন ক্রিয়া বৃদ্ধি পায় কখন ?

উঃ- রাত্রি বেলা।

৪০) পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদের শ্বসন কিসের দ্বারা হয় ?

উঃ- সমগ্র দেহতল দ্বারা।

৪১) ফুসফুসের একক কী ?

উঃ- অ্যালভিওলাস।

৪২) রুই মাছের শ্বাস অঙ্গের সংখ্যা কত ?

উঃ- ৪ জোড়া(ফুলকা)।

৪৩) কোন প্রাণীতে জল ফুসফস দেখা যায় ?

উঃ- হলোথুরিয়া।

৪৫) কোন শ্বসনে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে ?

উঃ- অবাত শ্বসনে।


আজকের PDF টি ডাউনলোড করার জন্য ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।


জীবন বিজ্ঞান শ্বসন প্রক্রিয়া পর্ব - ২ দেখুন ।