Life Science Respiration System Part - 2
![]() |
Life Science Respiration System |
১৬) উদ্ভিদেহে কখন
সবাত শ্বসন হয় ?
উঃ- পেশিকোষে অধিক
পরিশ্রমের সময়।
১৭) কোন অমেরুদন্ডী
প্রাণী জল ও স্থল উভয় পরিবেশেই শ্বাসকার্য চালাতে পারে?
উঃ- আপেল শামুক।
১৮) কোন প্রাণীর
রক্তে কোনো শ্বাসরঞ্জক কণা নেই ?
উঃ- পতঙ্গ শ্রেণীর প্রাণীর রক্তে, যেমন - আরশোলা।
১৯) অমেরুদন্ডী
প্রাণীদের একটি শ্বাসরঞ্জকের উদাহরণ দাও ।
উঃ- হিমোসায়ানিন।
২০) গ্লাইকোলাইসিসের
অপর নাম কী ?
উঃ- EMP পথ।
২১) EMP পথ - এর
পুরো নাম কী ?
উঃ- এম্বডেন মেয়ারহফ
পারনেস্ পথ।
২২) TCA - এর পুরো
নাম কী ?
উঃ- ট্রাই কার্বস্কিলিক
অ্যাসিড।
২৩) হিমোগ্লোবিনের
কাজ কী ?
উঃ- শ্বসন গ্যাস
O2 ও CO2 পরিবহন করা।
২৪) কোন প্রাণীর
প্রধান শ্বাসঅঙ্গ ত্বক ?
উঃ- কেঁচো।
২৫) কোন শ্রেণীর
প্রাণীর প্রধান শ্বাসঅঙ্গ ট্রাকিয়া।
উঃ- পতঙ্গ শ্রেণীর
প্রাণীর।
২৬) জীবদেহে শ্বাসক্রিয়া
কোথায় হয় ?
উঃ- ফুসফুসে।
২৭) ফুসফুস থেকে
রক্ত কী গ্রহণ করে ?
উঃ- অক্সিজেন।
২৮) জাইমেজ কী
?
উঃ- একটি শ্বসন
উৎসেচক।
২৯) এয়ারস্যাক
বা বায়ুথলি কোন প্রাণী দেহে দেখা যায় ?
উঃ- পায়রা।
৩০) কোন কোন জলজ
প্রাণী সরাসরি বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে ?
উঃ- তিমি, মাগুর,
কই প্রভৃতি মাছ।
আজকের PDF টি ডাউনলোড করার জন্য ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।