Latest

Friday, January 14, 2022

Life Science Pusti Bipak Paripak Part - 2 ।। জীবন বিজ্ঞান পুষ্টি বিপাক পরিপাক পর্ব - ২

 Life Science Pusti Bipak Paripak Part - 2 

Life Science Pusti Bipak Paripak Part - 2
Life Science Pusti Bipak Paripak

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science Pusti Bipak Paripak Part - 2 ।। জীবন বিজ্ঞান পুষ্টি বিপাক পরিপাক পর্ব - ২ ।

বন্ধুরা জীবন বিজ্ঞানের পুষ্টি, বিপাক ও পরিপাক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি । নীচের লিঙ্ক থেকে প্রয়োজনে তোমরা PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

১৬) কয়েকটি মনোস্যাকারাইডের উদাহরণ দাও।

উঃ- ল্যাকটোজ(দুধ), গ্লুকোজ(ভাত), ফ্রুকটোজ গ্যালাকটোজ ইত্যাদি।

১৭) কয়েকটি ডাইস্যাকারাইডের উদাহরণ দাও।

উঃ- মলটোজ, সুক্রোজ(চিনি, গুড়, মিছরি) ইত্যাদি।

১৮) কয়েকটি পলিস্যাকারাইডের উদাহরণ দাও।

উঃ- শ্বেতসার, সেলুলোজ, গ্লাইকোজেন (চাল, আলু, গম)।

১৯) সুক্রোজ কোন কোন উপাদানের একত্রিত রূপ ?

উঃ- গ্লুকোজ + ফ্রুকটোজ।

২০) দেহে শক্তি উৎপাদনকারী উপাদানগুলি কী কী ?

উঃ- শর্করা, প্রোটিন, ফ্যাট।

২১) রোগ সংক্রমণের হাত থেকে দেহকে রক্ষা করে কোন কোন উপাদান ?

উঃ- ভিটামিন, খনিজ লবণ, জল।

২২) কয়েকটি খনিজ লবণের নাম লেখ।

উঃ- লৌহ, ক্যালসিয়াম, ফসফরাস, আয়োডিন, সোডিয়াম, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম।

২৩) লৌহের অভাবে শরীরে কোন রোগ হয় ?

উঃ- রক্তাল্পতা বা অ্যানেমিয়া।

২৪) রিকেট হয় কোন খনিজ মৌলের অভাবে ?

উঃ- ক্যালসিয়াম।

২৫) দাঁত ও অস্থির গঠনে সহায়তা করে কোন খনিজ মৌল ?

উঃ- ফসফরাস।

২৬) গলগন্ড বা গয়টার রোগ হয় কিসের অভাবে ?

উঃ- আয়োডিন।

২৭) পেশী ও স্নায়ুতন্ত্রকে কর্মক্ষম রাখে ও অস্থি গঠন করে কোন উপাদান?

উঃ- ম্যাগনেশিয়াম।

২৮) রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?

উঃ- ভিটামিন ‘A’ - এর অভাবে।

২৯) বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?

উঃ- ভিটামিন ‘B1’ - এর অভাবে।

৩০) অন্ত্রে ঘা ও চর্মরোগ হয় কোন ভিটামিনের অভাবে ?

উঃ- ভিটামিন ‘B3’ - এর অভাবে ।

আজকের PDF টি ডাউনলোড করার জন্য ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।