Life Science Pusti Bipak Paripak Part -1
![]() |
Life Science Pusti Bipak Paripak |
১) পুষ্টি কী ধরণের বিপাক ক্রিয়া ?
উঃ- উপচিতি বিপাক।
২) জীবদেহের বৃদ্ধির জন্য কীসের প্রয়োজন
?
উঃ- পুষ্টির প্রয়োজন।
৩) খাদ্য কয় প্রকার ও কী কী ?
উঃ- খাদ্য তিন প্রকার। যথা - ১) কার্বোহাইড্রেট,
২) প্রোটিন, ৩) লিপিড।
৪) প্রোটিন পরিপাকের ফলে কী তৈরী হয় ?
উঃ- অ্যামাইনো অ্যাসিড।
৫) ২৩ টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে মানব দেহে
কয়টি তৈরী হয় ?
উঃ- ১০ টি।
৬) একটি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিডের নাম কী ?
উঃ- লাইসিন।
৭) এক গ্রাম শর্করা থেকে কত তাপশক্তি উৎপন্ন
হয় ?
উঃ- ৪.১ কিলোক্যালরি।
৮) এক গ্রাম প্রোটিন থেকে কত তাপশক্তি উৎপন্ন
হয় ?
উঃ- ৪.২ কিলোক্যালরি।
৯) এক গ্রাম ফ্যাট থেকে কত তাপশক্তি উৎপন্ন
হয় ?
উঃ- ৯.৩
কিলোক্যালরি।
১০) একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত
শর্করার প্রয়োজন ?
উঃ- ৪৫০ থেকে ৬০০ গ্রাম।
১১) একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত
প্রোটিনের প্রয়োজন ?
উঃ- ১০০ থেকে ১৫০ গ্রাম।
১২) একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত
ফ্যাটের প্রয়োজন ?
উঃ- ৫০ গ্রাম।
১৩) একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত
কিলোক্যালরি শক্তির প্রয়োজন ?
উঃ- ২৫০০ থেকে ৩০০০ কিলোক্যালরি।
১৪) মানুষের শরীরের ওজনের কত ভাগ জল থাকে
?
উঃ- ৭০ ভাগ জল থাকে।
১৫) শর্করা কয় প্রকার ও কী কী?
আজকের PDF টি ডাউনলোড করার জন্য ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।
জীবন বিজ্ঞান শ্বসন প্রক্রিয়া পর্ব - ৫ দেখুন ।