Latest

Monday, January 3, 2022

Life Science Photosynthesis Part - 2 || জীবন বিজ্ঞান সালোকসংশ্লেষ পর্ব - ২ || Free PDF Downlaod

 Life Science Photosynthesis Part - 2

Life Science Photosynthesis Part - 2
Life Science Photosynthesis


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Life Science Photosynthesis Part - 2 || জীবন বিজ্ঞান সালোকসংশ্লেষ পর্ব - ২ || Free PDF Downlaod 
বন্ধুরা জীবন বিজ্ঞানের সালোকসংশ্লেষ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি । নীচের লিঙ্ক থেকে প্রয়োজনে তোমরা PDF টি ডাউনলোড করে নিতে পারো । 

১৬) সালোকসংশ্লেষ শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?

উঃ- গ্রীক শব্দ photos ও synthesis  থেকে।

১৭) কোন রঞ্জক আলোকশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ?

উঃ- ক্লোরোফিল।

১৮) কে কবে ক্লোরোফিল আবিষ্কার করেন ?

উঃ- ১৮১৭ সালে জোসেফ নিয়েনাইমে কাভেন্তো এবং পিয়েরে জোসেফ পেল্লেতিয়ের (Pelletier) সর্বপ্রথম ক্লোরোফিল আবিষ্কার করেন।

১৯) ক্লোরোফিল অণুর গঠন অনুসারে ক্লোরোফিল কয় প্রকার ?

উঃ- পাঁচ প্রকার।

২০) সালোকসংশ্লেষ শব্দটি কে প্রচলন করেন ?

উঃ- বার্নেস।

২১) সালোকসংশ্লেষে প্রয়োজনীয় জল উদ্ভিদ কিসের দ্বারা শোষণ করে ?

উঃ-  মূলরোম দ্বারা।

২২) প্রত্যেকটি গ্রাণাতে একক আবরণ বেষ্টিত চ্যাপ্টা থলিকে কী বলে ?

উঃ- থাইল্যাকয়েড ।

২৩) ক্লোরোপ্লাস্টে কতগুলি গ্রাণা থাকে ? 

 উঃ- 60-80 টি ।

২৪) এক অণু গ্লুকোজ উৎপন্নের জন্য কত অনু CO2 প্রয়োজন ?

উঃ- 6 অণু ।

২৫) সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ কী ?

উঃ- ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA ।

২৬) উদ্ভিদ দেহে সালোকসংশ্লেষ এ উৎপন্ন গ্লুকোজ কী রূপে সঞ্চিত থাকে ?

উঃ- শ্বেতসার রূপে।

২৭) উদ্ভিদের আইলোপ্লাস্ট নামে যে লিউকোপ্লাসটিড থাকে তার ভিতর কি সঞ্চিত থাকে ?

উঃ- শ্বেতসার বা স্টার্চ।

২৮) কিরকম উষ্ণতায় সালোকসংশ্লেষ ভালো হয় ?

উঃ- ৩০ - ৩৫°c উষ্ণতায়।

২৯) ক্লোরোফিলের উপাদান গুলি কী কী ?

উঃ- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম।

৩০) আলোকের অতি তীব্র প্রভাবে সালোকসংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হওয়াকে কী বলে ?

উঃ- সোলারাইজেশন।


PDF টি ডাউনলোড করার জন্য ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।


জীবন বিজ্ঞান সালোকসংশ্লেষ পর্ব - ২ দেখুন ।