Life Science Photosynthesis Part - 1
![]() |
Life Science Photosynthesis |
১) সালোকসংশ্লেষ
কি ধরনের বিক্রিয়া ?
উঃ- উপচিতি মূলক
বিক্রিয়া।
২) জল ও
CO2 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ?
উঃ- গ্লুকোজ ।
৩)সালোকসংশ্লেষ
কয়টি দশায় সম্পন্ন হয় ও কি কি ?
উঃ- দুইটি দশায়
- ক) আলোক দশা, খ) অন্ধকার দশা
৪) কে আলোক দশা
প্রথম পর্যবেক্ষণ করেন ?
উঃ- বিজ্ঞানী রবিন হিল (হিলবিক্রিয়া)।
৫) কে অন্ধকার দশা প্রথম
পর্যবেক্ষণ করেন ?
উঃ- বিজ্ঞানী ব্ল্যাকম্যান
(ব্ল্যাকম্যান বিক্রিয়া)।
৬) সালোকসংশ্লেষের
প্রধান স্থান কোথায় ?
উঃ- পাতার মেসোফিল
কলায়।
৭) রাইবিউলোজ বিস
ফসফেট(RUBP) কিসের মাধ্যমে পাওয়া যায় ?
উঃ- কেলভিন চক্রের
মাধ্যমে।
৮) সালোকসংশ্লেষে
সক্ষম দুটি প্রাণীর নাম কী ?
উঃ- ইউগ্লিনা , ক্রাইসামিবা ।
৯) সালোকসংশ্লেষে
অক্ষম দুটি উদ্ভিদের নাম কী ?
উঃ- ইস্ট , ছত্রাক
।
১০) সালোকসংশ্লেষে
সক্ষম দুটি ব্যাক্টেরিয়ার নাম কী ?
উঃ- রোডোসিউডোমোনাস,
রোডোস্পাইরিলাম।
১১) জীবকোষে একমাত্র
কোন অনুর মধ্যে শক্তি সঞ্চিত থাকতে পারে ?
উঃ- ATP অনুর মধ্যে।
১২) ATP - এর
full form কী ?
উঃ- অ্যডিনোসিন
ট্রাই ফসফেট।
১৩) এনার্জি কারেন্সি
কাকে বলে ?
উঃ- ATP কে।
১৪) চাকতির মত সবুজ
বর্ণের ক্লোরোপ্লাস্টের অংশকে কী বলে ?
উঃ- গ্রানা।
১৫) সালোকসংশ্লেষ
ও শ্বসনের হার যখন সমান থাকে তাকে কী বলে ?