Life Science Photosynthesis Part - 3
![]() |
Life Science Photosynthesis |
৩১) সালোকসংশ্লেষের জন্য বাতাসের
প্রয়োজন কে প্রমাণ করেন ?
উঃ- যোসেফ প্রিস্টলে ।
৩২) কোন আলোতে Photosynthesis বেড়ে যায় ?
উঃ- লাল আলোতে।
৩৩) Photosynthesis কোথায় হয় ?
উঃ- পাতার মেসোফিল কোষে।
৩৪) দ্রুত সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ কোনটি
?
উঃ- ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবাল।
৩৫) উদ্ভিদের পাতার কোন কোষে সালোকসংশ্লেষ
হয় না ?
উঃ- জাইলেম বাহিকা ও সীভনল ।
৩৬) কোয়াণ্টোজোমে উপস্থিত ক্লোরোফিলের অণুর
সংখ্যা কত ?
উঃ- ২৩০ টি ।
৩৭) দেহজ শ্বেতসার পুনরায় গ্লুকোজে পরিণত
হয় কিসের প্রভাবে ?
উঃ- ডায়াস্টেজ নামক উৎসেচকের প্রভাবে ।
৩৮) পত্রাশয়ী উদ্ভিদ জল শোষণ করে কিসের দ্বারা
?
উঃ- ভেলামেন বা বায়বীয় মূল দ্বারা।
৩৯) সূর্যালোকের উপস্থিতিতে জলের আয়নীকরণকে
কী বলে ?
উঃ- ফটোফসফোরাইলেশন ।
৪০) পাতার হলুদ হাওয়াকে কী বলে ?
উঃ- ক্লোরোসিস।
৪১) কিসের অভাবে ক্লোরোসিস হয় ?
উঃ- নাইট্রোজেন, লৌহ ও ম্যাগনেশিয়াম এর অভাবে।
৪২) পরাশ্রয়ী উদ্ভিদের জলীয় বাষ্প শোষণকারী
কলার নাম কী ?
উঃ- ভেলামেন।
৪৩) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জারক পদার্থ
কোনটি ?
উঃ- CO2 (বিজারিত হয়)।
৪৪) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বিজারক পদার্থ
কোনটি ?
উঃ- H2O (জল জারিত হয়)।
৪৫) কেলভিন সালোকসংশ্লেষ পদ্ধতি কে আবিষ্কার
করেন ?
উঃ- বিজ্ঞানী মেলভিন (এর জন্য নোবেল পুরস্কার
পান)।
PDF টি ডাউনলোড করার জন্য ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।