Latest

Wednesday, January 12, 2022

Histrory General Knowladge Part - 4 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৪ ।। Free PDF Download

 Histrory General Knowladge Part - 4

Histrory General Knowlage Part - 4
Histrory General Knowlage Part - 4

আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowlage Part - 4 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৪ ।। Free PDF Download ।

বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –

৩১। ভারতীয় শিক্ষা সার্ভিস কবে গঠিত হয় ?

উঃ ১৮৯৬ খ্রিস্টাব্দে ।

৩২। ব্রাহ্মসমাজ কবে দু-ভাগে ভাগ হয়ে যায় ?

উঃ ১৮৬৫-৬৬ খ্রিস্টাব্দে ।

৩৩। ভারতীয় মুসলিম সম্প্রদায়ের জাগরণের দূত কাকে বলা হয় ?

উঃ সৈয়দ আহমদ খান ।

৩৪। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ?

উঃ ১৮৭৫ সালে সৈয়দ আহমদ খান ।

৩৫। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন কে ?

উঃ ভি. ডি. সাভারকর।

৩৬। কোন কংগ্রেস অধিবেশনের পর জিন্না কংগ্রেস ত্যাগ করেন ?

উঃ নাগপুর অধিবেশন ১৯২০ ।

৩৭। মিরাত-উল-আকবরের সঙ্গে কার নাম জড়িত ?

উঃ রাজা রামমোহন রায় ।

৩৮। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ১৭১৭ সালের ফরমান কে প্রদান করেন ?

উঃ ফারুকশিয়ার ।

৩৯। জেনারেল ডায়ারকে কে হত্যা করেন ?

উঃ উধম সিং ।

৪০। ১৯২৪ এর কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উঃ মহাত্মা গান্ধী

৪১। ১৯২৯ খ্রিস্টাব্দে খুদা-ই-খিদমতগার কে গঠন করেন ?

উঃ আবদুল গফ্‌ফর খান ।

৪২। ব্রিটিশ ভারতের কোন অঞ্চলে প্রথম মিশনারি স্কুল স্থাপিত হয় ?

উঃ মাদ্রাজে ।

৪৩। হর্ষবর্ধন কোথা থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন ?

উঃ থানেশ্বর থেকে কনৌজ ।

৪৪। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় কে ভারতের শাসক ছিলেন ?

উঃ আকবর ।

৪৫। ১৮৫৭ সালের বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন ?

উঃ লর্ড ক্যানিং ।

আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন –  Download PDF Click Here ।

To Know More About Indian History Click Here