Latest

Friday, June 9, 2023

Daily Bengali Current Affairs 9th June 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৯ই জুন ২০২৩

 Daily Bengali Current Affairs 9th June 2023


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 9th June 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৯ই জুন ২০২৩

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। কোন দেশ সম্প্রতি অপরিশোধিত ইস্পাত উৎপাদনে দ্বিতীয় স্থানে পরিণত হয়েছে ?

(ক) চীন   

(খ) আমেরিকা   

(গ) ভারত   

(ঘ) জাপান

২। কোন দেশ সম্প্রতি স্বস্তিকা এবং অন্যান্য নাৎসি প্রতীক নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে ?

(ক) ভারত   

(খ) সিঙ্গাপুর    

(গ) অস্ট্রেলিয়া   

()  চীন  

৩। সম্প্রতিবিশ্ব মহাসাগর দিবসকবে পালিত হয়েছে ?

(ক) ৯ই জুন  

(খ) ১১ই জুন  

(গ) ৮ই জুন  

(ঘ) ১০ই জুন

৪। সম্প্রতি DRDO দ্বারা অগ্নি প্রাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোথায় সফলভাবে পরীক্ষা করা হয়েছে ?

(ক) অন্ধ্র প্রদেশ   

(খ) মধ্য প্রদেশ   

(গ) ওড়িশা   

(ঘ) পশ্চিমবঙ্গ

৫। সম্প্রতি কার লেখানালন্দাবইটি প্রকাশিত হয়েছে ?

(ক) অভয় কে   

(খ) অজয় সিনহা    

(গ) প্রবীণ কে শ্রীবাস্তব     

(ঘ) কে কে গোপালকৃষ্ণন

৬। কোন রাজ্য সরকার সম্প্রতি নন্দ বাবা দুধ মিশন প্রকল্প চালু করেছে ?

(ক) পশ্চিমবঙ্গ   

(খ) মধ্য প্রদেশ   

(গ) ওড়িশা   

(ঘ) উত্তর প্রদেশ 

৭। সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(ক) মুকুল গয়াল  

(খ) অমরেন্দু প্রকাশ  

(গ) জনার্দন প্রশাদ   

(ঘ) প্রবীণ শ্রীবাস্তব 

৮। সম্প্রতি কোন দেশ ইউরোপে ন্যাটোর সর্ববৃহৎ বিমান মহড়ার আয়োজন করবে ?

(ক) যুক্তরাজ্য   

() ইতালি   

(গ) জার্মানি    

(ঘ) ফ্রান্স

৯। সম্প্রতি BIMSTEC এক্সপো এবং কনক্লেভ কে হোস্ট করবে ?

(ক) চেন্নাই   

(খ) নতুন দিল্লি    

(গ) কলকাতা    

(ঘ) মুম্বাই

১০। গীতাঞ্জলি আইয়ার সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন ?

(ক)  Singer    

(খ) Writer    

(গ) Journalist    

(ঘ) Anchor

 

১১। সম্প্রতি ISA-এর স্থায়ী কমিটির 8তম সভা অনুষ্ঠিত হয়েছে নতুন দিল্লিতে

১২। সম্প্রতি রাজীব সিনহা পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন

১৩। সম্প্রতি উপেন্দ্র সিং রাওয়াতকে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে যুগান্ডা দেশে


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here


Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here