Daily Bengali Current Affairs 4th May 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। কার লেখা “মেড ইন ইন্ডিয়া: 75 ইয়ারস অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ”
বইটি প্রকাশিত হয়েছে ?
(ক) বি দেবানন্দ
(খ) কৃতি গর্গ
(গ) অমিতাভ কান্ত
(ঘ) স্বাতী মঙ্গা ।
২। সম্প্রতি অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের 30তম সংস্করণ কোথায় শুরু হয়েছে ?
(ক) ইউক্রেন
(খ) আমেরিকা
(গ) দুবাই
(ঘ) নেপাল ।
৩। সম্প্রতি “বিশ্ব প্রেস ফ্রিডম ডে” কবে পালিত হয়েছে ?
(ক) ১লা জুন
(খ) ২৬এপ্রিল
(গ) ৩রা মে
(ঘ) ৪ঠা মে ।
৪। সম্প্রতি কোন দেশের তিন জেলে নারী সাংবাদিক জাতিসংঘের শীর্ষ
পুরস্কার জিতেছেন ?
(ক) দক্ষিণ কোরিয়া
(খ) জাপান
(গ) ইরান
(ঘ) আমেরিকা ।
৫। সম্প্রতি ফোর্বসের 2023
সালের সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদদের তালিকায় কে শীর্ষে আছেন ?
(ক) ক্রিস্টিয়ানো রোনালদো
(খ) এম বাপ্পে
(গ) লিওনেল মেসি
(ঘ) লিয়েন্ডার পেস ।
৬। সম্প্রতি আন্তর্জাতিক মাস্টার্স খেতাব জয়ী 11 তম মহিলা হয়েছেন কে ?
(ক) কৃতি শর্মা
(খ) মীরা সায়াল
(গ) শ্রুতি মিশ্র
(ঘ) ভ্যান্তিকা আগরওয়াল
।
৭। সম্প্রতি “ব্যাঙ্ক অফ বরোদা”-এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাকে
নিযুক্ত করা হয়েছে ?
(ক) শশী শেখর
(খ) রাজনাথ সিং
(গ) দেবদত্ত চন্দ্র
(ঘ) পঙ্কজ সিং ।
৮। সম্প্রতি ভারত এবং কোন দেশ শিল্প গবেষণা ও উন্নয়ন সহযোগিতার
বিষয়ে এমওইউ স্বাক্ষর করেছে ?
(ক) প্যারাগুয়ে
(খ) ইউক্রেন
(গ) ইজরায়েল
(ঘ) ইতালি ।
৯। সম্প্রতি, বিহারের পরে কোন রাজ্যে অনগ্রসর শ্রেণীর সমীক্ষা শুরু হয়েছে ?
(ক) উত্তরাখণ্ড
(খ) হিমাচল প্রদেশ
(গ) ওড়িশা
(ঘ) মুম্বাই ।
১০। মনোবালা সম্প্রতি মারা গেছেন তিনি কে ?
(ক) ক্রিকেটার
(খ) অভিনেতা
(গ) গায়ক
(ঘ) অভিনেতা ।
১১।
সম্প্রতি বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন লুকা ব্রেসেল ।
১২।
সম্প্রতি প্রকাশিত “ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স”-এর শীর্ষে নরওয়ে ।
১৩।
সম্প্রতি “ACC পুরুষদের প্রিমিয়ার কাপ” জিতেছে নেপাল ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here