Latest

Sunday, May 21, 2023

Daily Bengali Current Affairs 21st May 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২১শে মে ২০২৩

 Daily Bengali Current Affairs 21st May 2023



প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 21st May 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২১শে মে ২০২৩

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। কোন রাজ্যের মন্ত্রিসভা সম্প্রতি “CM সেখো অর কামাওপ্রকল্প অনুমোদন করেছে ?

(ক) অন্ধ্র প্রদেশ    

(খ) রাজস্থান    

(গ) মধ্য প্রদেশ   

(ঘ) পশ্চিমবঙ্গ

২। কোন দেশ সম্প্রতি সর্বোচ্চ মোবাইল ইন্টারনেট গতির দেশে পরিণত হয়েছে ?

(ক) প্যারিস   

(খ) যুক্তরাজ্য   

(গ) কাতার   

()  রোম

৩। সম্প্রতিবিশ্ব মৌমাছি দিবসকবে পালিত হয়েছে ?

(ক) ১৮ই মে  

(খ) ১৭ই মে  

(গ) ২০ই মে  

(ঘ) ২১শে মে

৪। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ভারত কোন দেশে 422 কোটি টাকার অস্ত্র পাঠিয়েছে ?

(ক) দক্ষিণ কোরিয়া   

(খ) জাপান   

(গ) মায়ানমার   

(ঘ) ভারত

৫। সম্প্রতি কোন দেশের 5000 বছরের পুরানো গ্রেট গ্র্যান্ডফাদার ট্রিকে বিশ্বের প্রাচীনতম গাছ হিসেবে ঘোষণা করা হয়েছে ?

(ক) চিলি    

(খ) রাশিয়া    

(গ) জাপান     

(ঘ) আমেরিকা

৬। সম্প্রতি স্পেসএক্স কক্ষপথে কতটি দ্বিতীয় প্রজন্মের স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ?

(ক) ২০ টি   

(খ) ২৩ টি   

(গ) ২৫ টি   

(ঘ) ২২ টি 

৭। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গর্ত মেরামতের জন্য একটিপ্যাচ রিপোর্টিং অ্যাপচালু করেছেন ?

(ক) রাজস্থান    

(খ) মহারাষ্ট্র    

(গ) উত্তরাখণ্ড    

(ঘ) গুজরাট 

৮। সম্প্রতিদ্য গোল্ডেন ইয়ারসনামে একটি বই লিখেছেন কে ?

(ক) অমিতাভ ঘোষ    

() আশিস কুন্দ্রা    

(গ) রাসকিন বন্ড   

(ঘ) স্মৃতি ইরানি

৯। সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের জন্য কর্মক্ষেত্র নিরাপদ করতেসাহাসউদ্যোগ চালু করেছে ?

(ক) ওড়িশা   

(খ) উত্তরাখণ্ড    

(গ) তেলেঙ্গানা    

(ঘ) পশ্চিমবঙ্গ

১০। সম্প্রতি DSCI এর নতুন সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(ক)  প্রবীর মিত্তল    

(খ) ইয়োহাম পুনাওয়ালা    

(গ) কিরণ নাদার    

(ঘ) প্রমোদ ভাসিন


১১। সম্প্রতি জাপান দেশ ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম UPI গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে

১২। সম্প্রতি ইসরায়েল ও ভারত, IIT Madras-তে জল প্রযুক্তি কেন্দ্র স্থাপনে অংশীদারিত্ব করেছে


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০শে মে ২০২৩ দেখুন ।