Daily Bengali Current Affairs 21st April 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি, নির্বাচন কমিশন প্রথমবারের মতো “বাড়ি থেকে ভোট” কোথা থেকে শুরু করেছে ?
(ক) রাজস্থান
(খ) কলকাতা
(গ) কর্ণাটক
(ঘ) মহারাষ্ট্র ।
২। সম্প্রতি কে সাথী পোর্টাল এবং মোবাইল অ্যাপ চালু করেছে ?
(ক) রাজনাথ সিং
(খ) অমিত শাহ
(গ) নরেন্দ্র সিং তোমর
(ঘ) পীযূষ
গয়াল ।
৩। সম্প্রতি “চীনা ভাষা দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) ১৮ এপ্রিল
(খ) ১৭ এপ্রিল
(গ) ২০ এপ্রিল
(ঘ) ১৯ এপ্রিল ।
৪। সম্প্রতি 8তম 'ইন্ডিয়া থাইল্যান্ড ডিফেন্স ডায়ালগ' কোথায় অনুষ্ঠিত হবে ?
(ক) মুম্বাই
(খ) দিল্লী
(গ) ব্যাংকক
(ঘ) বেঙ্গালুরু ।
৫। সম্প্রতি কোন দেশের ক্রিকেটার 'গ্যারি ব্যালেন্স' সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন?
(ক) ইংল্যান্ড
(খ) ভারত
(গ) আফগানিস্তান
(ঘ) অস্ট্রেলিয়া ।
৬। কোন দেশ সম্প্রতি Fengyun-3 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ?
(ক) নিউজিল্যান্ড
(খ) ফ্রান্স
(গ) নাইজেরিয়া
(ঘ) চীন ।
৭। সম্প্রতি দেশের
কোন শহর ডিজিটাল লেনদেনে শীর্ষে রয়েছে ?
(ক) রাজস্থান
(খ) জয়পুর
(গ) বেঙ্গালুরু
(ঘ) মুম্বাই ।
৮। রাজস্থানের কোন শহরে সম্প্রতি দুই দিনের বাজরা উৎসবের
আয়োজন করা হয়েছে ?
(ক) জয়পুর
(খ) জয়সলমীর
(গ) যোধপুর
(ঘ) মুম্বাই ।
৯। সম্প্রতি “লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার” কাকে দেওয়া হবে ?
(ক) করণ পুরী
(খ) সুনিধি চৌহান
(গ) আশা ভোঁসলে
(ঘ) শ্রেয়া ঘোষাল ।
১০। কোন রাজ্য সম্প্রতি MNREGA-এর অধীনে দিন উৎপাদনে শীর্ষে রয়েছে ?
(ক) তামিলনাড়ু
(খ) মুম্বাই
(গ) উত্তর প্রদেশ
(ঘ) রাজস্থান ।
১২। সম্প্রতি 2023 সালের জুনে ইন্টারকন্টিনেন্টাল কাপের
আয়োজন করবে ওড়িশা ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০শে এপ্রিল ২০২৩ দেখুন ।