Daily Bengali Current Affairs 19th April 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি কোন
রাজ্য গ্রীষ্মকালে জলের ঘাটতির সমস্যা মোকাবেলায় প্রথমবারের মতো জল বাজেট গ্রহণ করেছে
?
(ক) রাজস্থান
(খ) কলকাতা
(গ) কেরালা
(ঘ) মহারাষ্ট্র ।
২। সম্প্রতি
“US India Task Force” কার নাম দেওয়া হয়েছে ?
(ক) নীনা গুপ্তা
(খ) শ্রেয়া পুঞ্জা
(গ) নীলি বেন্দাপুড়ি
(ঘ) মনমীত কোলান ।
৩। সম্প্রতি
“বিশ্ব ঐতিহ্য দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) ১৬ এপ্রিল
(খ) ১৭ এপ্রিল
(গ) ১৮ এপ্রিল
(ঘ) ১৯ এপ্রিল ।
৪। অ্যাপল সম্প্রতি
ভারতে তার প্রথম স্টোর কোথায় চালু করেছে ?
(ক) মিজোরাম
(খ) পুনে
(গ) মুম্বাই
(ঘ) বেঙ্গালুরু ।
৫। কোন দেশ সম্প্রতি বিশ্বের বৃহত্তম “নারকো স্টেট” হয়েছে ?
(ক) সিরিয়া
(খ) মিশর
(গ) আফগানিস্তান
(ঘ) যুক্তরাজ্য ।
৬। সম্প্রতি
কোন দেশ আর্থিক কাঠামোর সংস্কার বিষয়ে কমনওয়েলথ গ্রুপের সভাপতিত্ব করবে ?
(ক) যুক্তরাজ্য
(খ) ফ্রান্স
(গ) নাইজেরিয়া
(ঘ) ভারত ।
৭। সম্প্রতি ইস্পাত
মন্ত্রক কোথায় একটি বড় আন্তর্জাতিক প্রদর্শনী এবং সম্মেলন “ইন্ডিয়া স্টিল 2023”
আয়োজন করবে ?
(ক) পুনে
(খ) জয়পুর
(গ) কলকাতা
(ঘ) মুম্বাই ।
৮। সম্প্রতি উত্তরপ্রদেশে
পি এম মিত্র পার্ক কোথায় শুরু হবে ?
(ক) লখনউ
(খ) হারদোই
(গ) ক এবং খ উভয়
(ঘ) বিহার ।
৯। সম্প্রতি
“ব্রাজিল প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল”-এ নিথ্যা কোন পদক জিতেছে ?
(ক) সিলভার
(খ) ব্রোঞ্জ
(গ) সোনা
(ঘ) উপরের কোনটিই নয় ।
১০। সম্প্রতি
“হুইলস অন ওয়েব” প্ল্যাটফর্ম কে চালু করেছেন ?
(ক) Tata
(খ) Mahindra
(গ) Reliance
(ঘ) Toyota ।
১১।
সম্প্রতি “প্রবাসী ভারতীয় সম্মান” সম্মানিত করা হয়েছে রাজ সুব্রামানিয়ামকে ।
১২। সম্প্রতি তাওয়াং-এ
নতুন মঠের উদ্বোধন করেছেন পেমা খান্ডু ।
১৩। সম্প্রতি কর্ণাটক ব্যাঙ্কের অন্তর্বর্তীকালীন CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে শেখর রাওকে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ই এপ্রিল ২০২৩ দেখুন ।