Latest

Friday, January 13, 2023

Daily Bengali Current Affairs 13th January 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ই জানুয়ারি ২০২৩

 Daily Bengali Current Affairs 13th January 2023


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 13th January 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ই জানুয়ারি ২০২৩ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি কোন রাজ্যের কোটা উপজাতি আয়ানুর আম্মানুর উৎসব পালন করেছে ?

(ক) ঝাড়খণ্ড    

(খ) বিহার     

(গ) তামিলনাড়ু    

(ঘ) মধ্য প্রদেশ  

২। সম্প্রতি বিশ্ব মসলা কংগ্রেসের 14 তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে ?

(ক) গাজিয়াবাদ     

(খ) ফরিদাবাদ    

(গ) মুম্বাই   

() মধ্য প্রদেশ

৩। সম্প্রতিজাতীয় যুব দিবসকবে পালিত হয়েছে ?

(ক) 14 জানুয়ারী   

(খ) 11 জানুয়ারী   

(গ) 12 জানুয়ারী   

(ঘ) 13 জানুয়ারী  

৪। সম্প্রতি মেটা ভারতে বিশ্ব ব্যবসার প্রধান হিসাবে কাকে নিযুক্ত করেছে ?

(ক) পঙ্কজ মোহন   

(খ) সানিয়াম মেহরা   

(গ) বিকাশ পুরোহিত  

(ঘ) সৌরভ গাঙ্গুলী

৫। সম্প্রতি, বিশ্বব্যাংকের মতে, বর্তমান আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির কত শতাংশ অনুমান করা হয়েছে ?

(ক) 6.9%   

(খ) 4.5%    

(গ) 4.5%     

(ঘ) 7.1%  

৬। কোন রাজ্য সরকার সম্প্রতিসহর্ষবিশেষ শিক্ষা কর্মসূচি চালু করেছে ?

(ক) কেরালা   

(খ) পশ্চিমবঙ্গ   

(গ) উত্তর প্রদেশ   

(ঘ) ত্রিপুরা

৭। সম্প্রতি কার লেখাযদুনামাবইটি প্রকাশিত হয়েছে ?

(ক) মানসী গুলাটি  

(খ) পঙ্কজ মোহন    

(গ) জাভেদ আখতার   

(ঘ) অঞ্জনী কুমার 

৮। সম্প্রতি কেপ্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার 2023”-এ সম্মানিত হয়েছেন ?

(ক) সঞ্জীব সান্যাল    

() পঙ্কজ আদওয়ানি   

(গ) থিরু এস নাদেসান    

(ঘ) অনুরাগ কাশ্যপ

৯। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোথায় 26তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করেছেন ?

(ক) লখনউ  

(খ) পুরী   

(গ) হুবলি   

(ঘ) ভুবনেশ্বর

১০। সম্প্রতি দিল্লি লাল কেল্লায়জয় হিন্দ - দ্য নিউ লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামকে উদ্বোধন করেছেন ?

(ক) পীযূষ গয়াল    

(খ) রাজনাথ সিং    

(গ) নরেন্দ্র মোদি   

(ঘ) অমিত শাহ

 

১১ সম্প্রতি স্বদেশ দর্শন 2.0 প্রকল্পের অধীনেকুমারকোম এবং বেপুরকেরালা রাজ্যে নির্বাচিত হয়েছে

১২ সম্প্রতি সুখোই যুদ্ধবিমান উড়ানোর জন্য ভারতের প্রথম মহিলা পাইলট হয়েছেন অবনী চতুর্বেদী


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১২ই জানুয়ারি ২০২৩ দেখুন ।