Latest

Monday, October 17, 2022

Daily Bengali Current Affairs 17th October 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই অক্টোবর ২০২২

 Daily Bengali Current Affairs 17th October 2022



প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 17th October 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই অক্টোবর ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি কোন রাজ্য হিন্দিতে চিকিৎসা ও প্রকৌশল শিক্ষা প্রদানকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে ?

(ক) অন্ধ্র প্রদেশ    

(খ) চণ্ডীগড়    

(গ) মধ্য প্রদেশ    

(ঘ) উত্তর প্রদেশ  

২। সম্প্রতি বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়েছে ?

(ক) 14 অক্টোবর     

(খ) 15 অক্টোবর     

(গ) 16 অক্টোবর     

(ঘ) 17 অক্টোবর 

৩। সম্প্রতি শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুদ্রাক্ষ পাতিলে কোন পদক জিতেছে ?

(ক) সিলভার     

(খ) ব্রোঞ্জ    

(গ) সোনা    

(ঘ) কোনটিই নয়  

৪। সম্প্রতি কাশ্মীরের হস্তশিল্প হস্তচালিত অধিদপ্তর কোন প্রতিষ্ঠানের সাথে আপোষ করেছে ?

(ক) TATA   

(খ) TCS   

(গ) NIFT   

(ঘ) IGNOU  

৫। সম্প্রতি কোন রাজ্য 2022 সালে জল জীবন মিশনের লক্ষ্যমাত্রা অর্জনকারী একমাত্র রাজ্য হয়ে উঠেছে ?

(ক) তামিলনাড়ু   

(খ) অন্ধ্র প্রদেশ    

(গ) রাজস্থান    

(ঘ) পশ্চিমবঙ্গ  

৬। দেশের প্রথম দেশীয় পারমাণবিক সাবমেরিনের নাম কি যা সম্প্রতি সফলভাবে পরীক্ষা করা হয়েছে ?

(ক) INS Khanderi    

(খ) INS Vikrant    

(গ) NS Vikramaditya    

(ঘ)  INS Arihant

৭। সম্প্রতি এস রবি কুমার কোন কোম্পানির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ?

(ক) TCS    

(খ) Wipro    

(গ) Infosys    

(ঘ) TATA 

৮। সম্প্রতি কোন আইআইটি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ilnventive উদ্বোধন করেছেন ?

(ক) IIT Kanpur    

() IIT Roorkee   

(গ) IIT Delhi    

(ঘ) IIT Madras

৯। সম্প্রতি প্রকাশিত “TRAI” রিপোর্ট অনুসারে, কোন কোম্পানির গড় 4G ডাউনলোড স্পিড সর্বাধিক ?

(ক) VI    

(খ) Airtel   

(গ) Jio    

(ঘ) BSNL  

১০। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী অগ্নিবীর বেতন প্যাকেজের জন্য কতগুলি ব্যাঙ্কের সাথে চুক্তি করেছে ?

(ক) 16   

(খ) 15    

(গ) 14   

(ঘ) 11  

 

 

১১। সম্প্রতি শ্রীলঙ্কা, মায়ানমার দেশকে কোটি টাকার ভ্যাকসিন দান করার ঘোষণা দিয়েছে ।

১২। সম্প্রতি বিশ্ব কুচিপুড়ি নাট্যোৎসব শুরু হয়েছে বিজয়ওয়াড়াতে ।

১৩। সম্প্রতি যুক্তরাজ্যের গ্লোবাল কমিউনিকেশন নেটওয়ার্ক ওয়ানওয়েবের ৩৬ টি স্যাটেলাইট চালু করা হবে ।


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুনDownload PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ই অক্টোবর ২০২২ দেখুন