Daily Bengali Current Affairs 29th September 2022
প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 29th September 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৯শে সেপ্টেম্বর ২০২২ ।
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। কোন রাজ্য সম্প্রতি “সেরা অ্যাডভেঞ্চার ট্যুরিজম ডেস্টিনেশন
অ্যাওয়ার্ড” পেয়েছে ?
(ক) আসাম
(খ) ছত্তিশগড়
(গ) উত্তরাখন্ড
(ঘ) পশ্চিমবঙ্গ ।
২। সম্প্রতি “বিশ্ব জলাতঙ্ক দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) 27 সেপ্টেম্বর
(খ) 26 সেপ্টেম্বর
(গ) 28 সেপ্টেম্বর
(ঘ) 29 সেপ্টেম্বর
।
৩। সম্প্রতি মোহাম্মদ বিন সালমান কোন দেশের নতুন প্রধানমন্ত্রী
হয়েছেন ?
(ক) সংযুক্ত আরব আমিরাত
(খ) আফগানিস্তান
(গ) সৌদি আরব
(ঘ) নিউজিল্যান্ড ।
৪। সম্প্রতি “G-20 সামিটে” ভারতের প্রতিনিধিত্ব করেছেন কে ?
(ক) অমিত শাহ
(খ) অক্ষয় মুন্দ্রা
(গ) নরেন্দ্র সিং তোমর
(ঘ) অনুরাগ ঠাকুর ।
৫। সম্প্রতি কোন রাজ্যে “Visit AP” প্রচারাভিযান
শুরু হয়েছে ?
(ক) অন্ধ্র প্রদেশ
(খ) অরুণাচল প্রদেশ
(গ) উত্তরাখণ্ড
(ঘ) গুজরাট ।
৬। সম্প্রতি কোন রাজ্যের বিধানসভা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের
জন্য বিল পাস করেছে ?
(ক) সিকিম
(খ) গুজরাট
(গ) হরিয়ানা
(ঘ) ত্রিপুরা ।
৭। কোন রাজ্য সম্প্রতি “ন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ডস”-এ
8টি পুরস্কার জিতেছে ?
(ক) উত্তর প্রদেশ
(খ) গুজরাট
(গ) মধ্য প্রদেশ
(ঘ) মহারাষ্ট্র ।
৮। সম্প্রতি দেশের পরবর্তী “CDS” হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে
?
(ক) দিলশাদ সিং
(খ) অনুরাগ ঠাকুর
(গ) অনিল চৌহান
(ঘ) রঞ্জিত রথ ।
৯। সম্প্রতি, ‘ভারতীয় রেলওয়ে’ কয়টি স্টেশনকে “দিব্যাঙ্গজন” বন্ধুত্বপূর্ণ
করেছে ?
(ক) 273
(খ) 200
(গ) 497
(ঘ) 178 ।
১০। সম্প্রতি ভারতের ডেটা সুরক্ষা কাউন্সিলের নতুন সিইও হিসাবে কাকে
নিযুক্ত করা হয়েছে ?
(ক) অক্ষয় মুন্দ্রা
(খ) বিজয় জাসুজা
(গ) বিনায়ক গডসে
(ঘ) দিলীপ
যাদব ।
১১।
সম্প্রতি কেনিয়া দেশের চ্যাম্পিয়ন “ইলিউড কিপচোগে” বার্লিন ম্যারাথনে বিশ্ব রেকর্ড
গড়েছেন ।
১২। সম্প্রতি “ব্রিটানিয়া
ইন্ডাস্ট্রিজ” এর সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন রঞ্জিত কোহলি ।
১৩। সম্প্রতি ওড়িশা,
DRDO সফলভাবে খুব শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল পরীক্ষা করেছে ।
১৪। সম্প্রতি অযোধ্যায়
লতা মঙ্গেশকর চক উদ্বোধন করা হয়েছে ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৮শে সেপ্টেম্বর ২০২২ দেখুন ।