Latest

Tuesday, September 27, 2022

Daily Bengali Current Affairs 27th September 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৭শে সেপ্টেম্বর ২০২২

 Daily Bengali Current Affairs 27th September 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 27th September 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৭শে সেপ্টেম্বর ২০২২

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি কোথায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইন্টিগ্রেটেড ক্রায়োজেনিক ইঞ্জিন উত্পাদন সুবিধার উদ্বোধন করবেন ?

(ক) বিশখাপত্তনম   

(খ) জার্মানি   

(গ) বেঙ্গালুরু   

(ঘ) নতুন দিল্লি  

২। সম্প্রতি “পরমাণু অস্ত্র নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস” কবে পালিত হয়েছে ?

(ক) 25 সেপ্টেম্বর     

(খ) 23 সেপ্টেম্বর     

(গ) 26 সেপ্টেম্বর      

(ঘ) 22 সেপ্টেম্বর 

৩। সম্প্রতি BPCL কোন দেশের কোম্পানি পেট্রোব্রাসের সাথে চুক্তি করেছে ?

(ক) ফ্রান্স    

(খ) জাপান    

(গ) ব্রাজিল     

(ঘ) নিউজিল্যান্ড  

৪। সম্প্রতি ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জীবন দর্শন ও সম্বোধন’ বইটি কে প্রকাশ করেছেন ?

(ক) পীযূষ গয়াল   

(খ) অমিত শাহ    

(গ) জগদীপ ধনকর    

(ঘ) অনুরাগ ঠাকুর   

৫। সম্প্রতি ‘চণ্ডীগড় বিমানবন্দর’ কার নামে নামকরণ করা হবে ?

(ক) ভগৎ সিং   

(খ) আব্দুল কালাম   

(গ) দীনদয়াল উপাধ্যায়   

(ঘ) অটল বিহারী বাজপেয়ী  

৬। সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রিসভা প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য গৃহশিক্ষক প্রকল্প অনুমোদন করেছে ?

(ক) বিশখাপত্তনম   

(খ) কর্ণাটক    

(গ) হরিয়ানা     

(ঘ)  হিমাচল প্রদেশ

৭। সম্প্রতি লুইস ফ্লেচার মারা গেছেন, তিনি কে ছিলেন ?

(ক) লেখক     

(খ) সাংবাদিক    

(গ) অভিনেতা     

(ঘ) গায়ক  

৮। সম্প্রতি RailTel Corp এর MD এবং চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করেছে ?

(ক) নলিন নেগি    

() দিলীপ টার্কি     

(গ) সঞ্জয় কুমার    

(ঘ) রাজেশ ভার্মা

৯। সম্প্রতি “S&P Global Ratings” 2022-23 আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ হবে বলে অনুমান করেছে ?

(ক) 7.2%    

(খ) 6.9%    

(গ) 7.3%    

(ঘ) 7.8%  

১০। সম্প্রতি SCO সদস্য দেশগুলোর প্রসিকিউটর জেনারেলের 20তম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে ?

(ক) নতুন দিল্লি    

(খ) বেইজিং    

(গ) আস্তানা    

(ঘ) জাপান  

 

 

১১। সম্প্রতি প্রথম ‘কুইন এলিজাবেথ দ্বিতীয় পুরস্কার’ জিতেছেন সুয়েলা ব্র্যাভারম্যান ।

১২। সম্প্রতি ভারতীয় লেখক মীনা কান্দাসামি হারমান কেস্টেন পুরস্কার জিতেছেন ।


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here