Daily Bengali Current Affairs 18th September 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি “রক্তদান অমৃত মহোৎসব” কে শুরু করেছেন ?
(ক) নরেন্দ্র মোদি
(খ) পীযূষ গয়াল
(গ) মনসুখ মান্ডাভিয়া
(ঘ) অমিত শাহ ।
২। সম্প্রতি “বিশ্ব রোগী নিরাপত্তা দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) 15 সেপ্টেম্বর
(খ) 16 সেপ্টেম্বর
(গ) 17 সেপ্টেম্বর
(ঘ) 18 সেপ্টেম্বর
।
৩। কোন দেশ সম্প্রতি ইউক্রেনের জন্য 600 মিলিয়ন অস্ত্র প্যাকেজ
ঘোষণা করেছে ?
(ক) জাপান
(খ) আমেরিকা
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) চীন ।
৪। সম্প্রতি টিবির টিকা দেওয়ার নতুন পদ্ধতি কোথা থেকে প্রস্তুত
করেছেন বিজ্ঞানীরা ?
(ক) IIT Mumbai
(খ) IIT Delhi
(গ) IISc Bengaluru (ঘ) IIT Kharagpur ।
৫। সম্প্রতি কোন দেশ থেকে আটটি চিতা ভারতে আনা হয়েছে
?
(ক) নামিবিয়া
(খ) জাপান
(গ) ফ্রান্স
(ঘ) মাদাগাস্কার ।
৬। সম্প্রতি কে CSB ব্যাংক
লিমিটেডের নতুন CEO হয়েছেন ?
(ক) অভিষেক মিশ্র
(খ) সত্যেন্দ্র প্রকাশ
(গ) এস কৃষ্ণ
(ঘ)
প্রলয় মন্ডল ।
৭। কোন রাজ্য সরকার সম্প্রতি মহারাজা হরি সিংয়ের জন্মবার্ষিকীকে
সরকারি ছুটি ঘোষণা করেছে ?
(ক) কেরালা
(খ) পাঞ্জাব
(গ) জম্মু কাশ্মীর
(ঘ) তামিলনাড়ু ।
৮। সম্প্রতি ভারতের প্রথম লিথিয়াম আয়ন সেল ফ্যাক্টরি কোথায় উদ্বোধন
করা হয়েছে ?
(ক) অন্ধ্র প্রদেশ
(খ) পশ্চিমবঙ্গ
(গ) তামিলনাড়ু
(ঘ) রাজস্থান ।
৯। কোন রাজ্য সরকার সম্প্রতি তার সচিবালয়ের নাম ডঃ বি আর আম্বেদকরের
নামে রাখার ঘোষণা করেছে ?
(ক) ঝাড়খন্ড
(খ) পশ্চিমবঙ্গ
(গ) তেলেঙ্গানা
(ঘ) উত্তরাখণ্ড ।
১০। কে সম্প্রতি ভারতের 76 তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন ?
(ক) মিত্রভা গুহ
(খ) সংকল্প গুপ্ত
(গ) প্রণব আনন্দ
(ঘ) বি ভি আর সুব্রামানিয়াম
।
১২। সম্প্রতি উদীয়মান আইনি সমস্যা শীর্ষক সম্মেলন উদ্বোধন করা হয়েছে রাজস্থান ।
১৩। গুজরাট রাজ্য সরকার সম্প্রতি 7 তম বেতন কমিশনের অবশিষ্ট ভাতাগুলি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে ।