Latest

Tuesday, September 13, 2022

Daily Bengali Current Affairs 13th September 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ই সেপ্টেম্বর ২০২২

 Daily Bengali Current Affairs 13th September 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 13th September 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ই সেপ্টেম্বর ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। ভারতীয় নৌবাহিনী সম্প্রতি প্রজেক্ট 17A-এর তৃতীয় স্টিলথ ফ্রিগেট 'তারাগিরি' কোথায় চালু করেছে ?

(ক) কোচি    

(খ) দিল্লী      

(গ) মুম্বাই    

(ঘ)  মহারাষ্ট্র  

২। সম্প্রতি কোন দেশ নিজেকে “পরমাণু সমৃদ্ধ দেশ” হিসেবে ঘোষণা করেছে ?

(ক) সিঙ্গাপুর     

(খ) চীন     

(গ) উত্তর কোরিয়া      

(ঘ) মালয়েশিয়া 

৩। কোন IIT সম্প্রতি ভারতে কোয়ান্টাম কম্পিউটিং অগ্রসর করতে IBM-এর সাথে অংশীদারিত্ব করেছে ?

(ক) IIT Delhi    

(খ) IIT Roorkee    

(গ) IIT Madras     

(ঘ) IIT Mumbai

৪। সম্প্রতি দুই দিনের “National Defense MSME Conclave” কোথায় শুরু হয়েছে ?

(ক) ভরতপুর    

(খ) পুনে    

(গ) কোটা    

(ঘ) মুম্বাই  

৫। কে সম্প্রতি 2022 ইতালীয় F1 গ্র্যান্ড প্রিক্স জিতেছে ?

(ক) ম্যাক্স ভার্স্টাপেন    

(খ) ক্যাসপার রুড     

(গ) লুইস হ্যামিল্টন     

(ঘ) ভালটেরি বোটাস  

৬। সম্প্রতি PMLA আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(ক) রবি কিষাণ টক্কর   

(খ) সত্যেন্দ্র প্রকাশ    

(গ) রবিন্দর টক্কর    

(ঘ)  মুনীশ্বর নাথ ভান্ডারী

৭। সম্প্রতি “A. N. Shamsir” কোন রাজ্যের বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন ?

(ক) মধ্য প্রদেশ     

(খ) মণিপুর      

(গ) কেরালা     

(ঘ) অন্ধ্র প্রদেশ  

৮। সম্প্রতি কোন রাজ্য থেকে রাষ্ট্রপতি মুর্মু “গুলাম আলি” কে রাজ্যসভায় মনোনীত করেছেন ?

(ক) আসাম    

() ভোপাল     

(গ) জম্মু কাশ্মীর    

(ঘ) মহারাষ্ট্র  

৯। সম্প্রতি “US ওপেন 2022 পুরুষ একক শিরোপা” কে জিতেছেন ?

(ক) ভালটেরি বোটাস   

(খ) আশিয়া আলী   

(গ) কার্লোস আলকারাজ গারফিয়া    

(ঘ) ক্যাপার রুড  

১০। সম্প্রতি মারা গেছেন কে এন সিং, কে ছিলেন তিনি ?

(ক) অভিনেতা    

(খ) নর্তকী    

(গ) বিচারক    

(ঘ) সাংবাদিক  

 

১১। “পেনশন অ্যাট ইয়োর ডোরস্টেপ ইনিশিয়েটিভ” সম্প্রতি মুম্বাই - এ চালু হয়েছে ।
১২। সম্প্রতি কর্ণাটক রাজ্য সরকার বন শহীদদের আশ্রিতদের ক্ষতিপূরণ বাড়িয়েছে ।
১৩। সম্প্রতি “এশিয়া কাপ 2022” এর ফাইনালে শ্রীলংকা জিতেছে ।



আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here