Daily Bengali Current Affairs 30th July 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। কোন রাজ্য সরকার সম্প্রতি পারিবারিক ডাক্তার প্রকল্প বাস্তবায়নের
সিদ্ধান্ত নিয়েছে ?
(ক) গুজরাট
(খ) রাজস্থান
(গ) অন্ধ্র প্রদেশ
(ঘ) পশ্চিমবঙ্গ ।
২। “আন্তর্জাতিক বাঘ” দিবস কবে পালিত হয় ?
(ক) 27 জুলাই
(খ) 28 জুলাই
(গ) 29 জুলাই
(ঘ) 30 জুলাই ।
৩। সম্প্রতি কোন রাজ্যে ‘বোনালু উৎসব’ শুরু হয়েছে ?
(ক) হরিয়ানা
(খ) তেলেঙ্গানা
(গ) ওড়িশা
(ঘ) কর্ণাটক ।
৪। সম্প্রতি কে 2021 সালের জন্য বিশিষ্ট ইন্ডোলজিস্ট পুরস্কার পেয়েছেন
?
(ক) অনিল কুম্বলে
(খ) বিরাট কোহলি
(গ) জেফরি আর্মস্ট্রং
(ঘ) শচীন টেন্ডুলকার ।
৫। কে সম্প্রতি ফর্মুলা ওয়ান থেকে অবসর ঘোষণা করেছেন ?
(ক) সেবাস্তিয়ান ভেটেল
(খ) লুইস হ্যামিল্টন
(গ) ম্যাক্স ভার্স্টাপেন
(ঘ) চার্লস লেক্লার্ক ।
৬। সম্প্রতি কোন দেশগুলিকে 2022 সালের জুলাইয়ে ICC সদস্যপদ দেওয়া
হয়েছে ?
(ক) আইভরি কোস্ট
(খ) কম্বোডিয়া
(গ) উজবেকিস্তান
(ঘ)
সব গুলিই ।
৭। কোন IIT সম্প্রতি ভারতীয় ভাষা প্রযুক্তির প্রচারের জন্য
“নীলেকানি কেন্দ্র” চালু করেছে ?
(ক) IIT Delhi
(খ) IIT Kanpur
(গ) IIT Madras
(ঘ) IIT Mumbai ।
৮। সম্প্রতি ডিপি ওয়াহলাং কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হয়েছেন
?
(ক) হরিয়ানা
(খ) পশ্চিমবঙ্গ
(গ) মেঘালয়
(ঘ) বিহার ।
৯। কোন রাজ্য সম্প্রতি ভর্তুকি সহ অর্ধপরিবাহী নীতি চালু করার প্রথম
রাজ্য হয়ে উঠেছে ?
(ক) আসাম
(খ) হরিয়ানা
(গ) গুজরাট
(ঘ) উত্তরাখণ্ড ।
১০। সম্প্রতি, 29 আগস্ট কোন রাজ্যের ক্রীড়া বিভাগ “খেদ মেলা” আয়োজন
করবে ?
(ক) মহারাষ্ট্র
(খ) বিহার
(গ) পাঞ্জাব
(ঘ) কর্ণাটক ।
১২। তামিলনাড়ু রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রাতঃরাশ প্রকল্প শুরু করেছে ।
১৩। বন্ধন ব্যাঙ্ক সম্প্রতি পাটনায় তার প্রথম কারেন্সি চেস্ট স্থাপন করেছে ।