Latest

Friday, July 29, 2022

Daily Bengali Current Affairs 29th July 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৯শে জুলাই ২০২২

 Daily Bengali Current Affairs 29th July 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 29th July 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৯শে জুলাই ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি ভারতের প্রথম “আন্তর্জাতিক বুলিয়ন এক্সচেঞ্জ” কোথায় চালু করবেন ?

(ক) ঝাড়খণ্ড    

(খ) মিজোরাম      

(গ) গুজরাট    

(ঘ) আসাম

২। সম্প্রতি “বিশ্ব হেপাটাইটিস দিবস” কবে পালিত হয়েছে ?

(ক) 27 জুলাই    

(খ) 26 জুলাই    

(গ) 28 জুলাই    

(ঘ) 29 জুলাই ।

৩। সম্প্রতি কোন দেশের নোবেল বিজয়ী ডেভিড ট্রিম্বল মারা গেছেন ?

(ক) ভারত    

(খ) আয়ারল্যান্ড   

(গ) দক্ষিন আফ্রিকা   

(ঘ) ইংল্যান্ড

৪। সম্প্রতি লিমকা স্পোর্টসের প্রচারের জন্য কোকা-কোলার সাথে কে একটি চুক্তি স্বাক্ষর করেছে ?

(ক) অক্ষয় কুমার    

(খ) বিরাট কোহলি     

(গ) নীরজ চোপড়া   

(ঘ) এদের কেউ নয়  

৫। সম্প্রতি মনপ্রীত সিং এবং কাকে CWG 2022-এর জন্য ভারতের পতাকা বাহক হিসাবে নাম দেওয়া হয়েছে ?

(ক) পিভি সিন্ধু   

(খ) নীরজ চোপড়া    

(গ) হিমা দাস    

(ঘ) শ্রীকান্ত কিদাম্বি

৬। সম্প্রতি “দীনেশ শাহারা লাইফটাইম অ্যাওয়ার্ড” কোন ক্ষেত্রে শুরু হয়েছে ?

(ক) সাংবাদিকতা    

(খ) লেখা     

(গ) সঙ্গীত  

(ঘ) কোনটিই নয়   

৭। সম্প্রতি ইংল্যান্ডের লেস্টার ক্রিকেট গ্রাউন্ডের নামকরণ করা হয়েছে কোন মহান খেলোয়াড়ের নামে ?

(ক) রিকি পন্টিং     

(খ) শচীন টেন্ডুলকার     

(গ) সুনীল গাভাস্কার    

(ঘ) অনিল কুম্বলে ।

৮। সম্প্রতি কে ভারতীয় রাষ্ট্রপতিদের দুর্লভ ছবি প্রদর্শন করে বই প্রকাশ করেছে ?

(ক) নরেন্দ্র মোদি   

() অমিত শাহ     

(গ) অনুরাগ ঠাকুর   

(ঘ) সর্বানন্দ সোনোয়াল  

৯। সম্প্রতি কে NBFC ব্যবসা শুরু করার জন্য আরবিআই-এর অনুমোদন পেয়েছে ?

(ক) আদানি গ্রুপ   

(খ) বাজাজ    

(গ) পিরামল এন্টারপ্রাইজ    

(ঘ) কোনটিই নয়  

১০। সম্প্রতি অতুলানন্দ গোস্বামী মারা গেছেন তিনি কে ছিলেন ?

(ক) কবি      

(খ) গায়ক     

(গ) লেখক     

(ঘ) ডাক্তার  


১১। সম্প্রতি আন্তর্জাতিক পুরুষদের T20 ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন রোশনি নাদার ।
১২। সম্প্রতি ‘স্যার উইনস্টন চার্চিল’ পুরস্কার দেওয়া হয়েছে ভলোদিমির জেলেনস্কিকে ।

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here