Daily Bengali Current Affairs 27th July 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের জন্য “Smart E
Beat” সিস্টেম চালু করেছেন ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) ঝাড়খণ্ড
(গ) হরিয়ানা
(ঘ) পাঞ্জাব ।
২। “কারগিল বিজয় দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) 25 জুলাই
(খ) 24 জুলাই
(গ) 26 জুলাই
(ঘ) 27 জুলাই ।
৩। সম্প্রতি বজরাম বেগাজ কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন
?
(ক) সুদান
(খ) আলবেনিয়া
(গ) ইথিওপিয়া
(ঘ) সোমালিয়া ।
৪। সম্প্রতি কোথায় অমর শহীদ চন্দ্রশেখরের মূর্তি স্থাপন করা হবে
?
(ক) ব্যাঙ্গালোর
(খ) দিল্লী
(গ) ভোপাল
(ঘ) আসাম ।
৫। সম্প্রতি কে ভারতীয় দলের উৎসাহ বাড়াতে 'Create for India'
প্রচারাভিযান শুরু করেছেন ?
(ক) SAI
(খ) BCCI
(গ) IMF
(ঘ) ICC ।
৬। সম্প্রতি বিশ্বব্যাংকের “প্রধান অর্থনীতিবিদ” হিসেবে কাকে নিযুক্ত
করা হয়েছে ?
(ক) বিনায়ক পাই
(খ) ধৃতি শাহ
(গ) ইন্দরমিত গিল
(ঘ) নকুল জৈন ।
৭। সম্প্রতি, সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে তিন বাহিনীর
যৌথ থিয়েটার কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন কে ?
(ক) পীযূষ গয়েল
(খ) নরেন্দ্র মোদি
(গ) রাজনাথ সিং
(ঘ) অমিত শাহ ।
৮। সম্প্রতি কোন রাজ্য জেলা জলবায়ু পরিবর্তন মিশন প্রতিষ্ঠা করেছে
?
(ক) মুম্বাই
(খ) আসাম
(গ) তামিলনাড়ু
(ঘ) দিল্লী ।
৯। সম্প্রতি ভারত কোন দেশের উদ্বাস্তুদের জন্য UNRWA-তে 2.5 মিলিয়ন
মার্কিন ডলার অবদান রেখেছে?
(ক) মরক্কো
(খ) সৌদি আরব
(গ) প্যালেস্টাইন
(ঘ) কঙ্গো ।
১০। সম্প্রতি “দিলিপ কুমার ইন দ্য শ্যাডো অফ আ লিজেন্ড” বইটি কে
প্রকাশ করেছেন ?
(ক) পরমেশ্বরন আইয়ার
(খ) অক্ষয় মুন্দ্রা
(গ) ফয়সাল ফারুকী
(ঘ) নকুল জৈন ।
১২। সম্প্রতি জাপান দেশের সাকুরাজিমা আগ্নেয়গিরি টানা তিন দিন অগ্ন্যুৎপাত করেছে ।
১৩। সম্প্রতি 2022 সালের ট্যুর ডি ফ্রান্স শিরোপা জিতেছেন জোনাস উইংগার্ড ।