Daily Bengali Current Affairs 26th July 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি ভারত আফ্রিকা প্রকল্প অংশীদারিত্বের উপর 17 তম
CII-EXIM ব্যাঙ্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
(ক) হরিয়ানা
(খ) ঝাড়খণ্ড
(গ) নতুন দিল্লি
(ঘ) পাঞ্জাব ।
২। “বিশ্ব ডুবন্ত প্রতিরোধ দিবস” কবে পালিত হয় ?
(ক) 23 জুলাই
(খ) 24 জুলাই
(গ) 25 জুলাই
(ঘ) 26 জুলাই ।
৩। কে সম্প্রতি 2022 সুইস ওপেন শিরোপা জিতেছে ?
(ক) রজার ফেদারার
(খ) ক্যাসপার রুড
(গ) মাত্তিও বেরেত্তিনি
(ঘ) অ্যান্ডি মারে ।
৪। যশবন্ত খারে সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) বিজ্ঞানী
(খ) কবি
(গ) লেখক
(ঘ) সাংবাদিক ।
৫। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুসারে, 2021 সালে ভারত 87 বিলিয়ন
ডলার বিদেশী মানি অর্ডারের আকারে পেয়েছে ?
(ক) WHO
(খ) World Bank
(গ) IMF
(ঘ) এদের কেউ নয়।
৬। সম্প্রতি “ভোডাফোন আইডিয়া”-এর সিইও হিসেবে কাকে নিযুক্ত করা
হয়েছে ?
(ক) পরমেশ্বরন আইয়ার
(খ) ধৃতি শাহ
(গ) অক্ষয় মুন্দ্রা
(ঘ) নকুল জৈন ।
৭। কে সম্প্রতি গুজরাট পুলিশের ই-এফআইআর সিস্টেমের উদ্বোধন
করেছেন ?
(ক) ভূপেন্দ্র ভাই প্যাটেল
(খ) নরেন্দ্র মোদি
(গ) অমিত শাহ
(ঘ) রাজনাথ সিং ।
৮। ভারতের প্রথম ব্রেন হেলথ ক্লিনিক সম্প্রতি কোথায় শুরু হয়েছে
?
(ক) মুম্বাই
(খ) আসাম
(গ) ব্যাঙ্গালোর
(ঘ) দিল্লী ।
৯। সম্প্রতি ওয়াসিফা নাজরিন কোন দেশের প্রথম নারী হয়ে K2 জয়
করেছেন ?
(ক) আফগানিস্তান
(খ) সৌদি আরব
(গ) বাংলাদেশ
(ঘ) ভারত ।
১০। কে সম্প্রতি 2022 ফ্রেঞ্চ গ্র্যান্ড প্রিক্স শিরোপা জিতেছে ?
(ক) সার্জিও পেরেজ
(খ) চার্লস লেক্লার্ক
(গ) ম্যাক্স ভার্স্টাপেন
(ঘ) লুইস হ্যামিল্টন ।