Daily Bengali Current Affairs 28th June 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি কে “রঞ্জি ট্রফি 2022” শিরোপা জিতেছেন ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) রাজস্থান
(গ) মধ্য প্রদেশ
(ঘ) উত্তরপ্রদেশ ।
২। সম্প্রতি কোন রাজ্যে প্রথমবারের মতো ‘বিরল মাংসাশী উদ্ভিদ’ প্রজাতির
সন্ধান পাওয়া গেছে ?
(ক) উত্তরাখণ্ড
(খ) পশ্চিমবঙ্গ
(গ) উত্তরাখণ্ড
(ঘ) মহারাষ্ট্র ।
৩। সম্প্রতি আন্তর্জাতিক MSME দিবস কবে পালিত হয়েছে ?
(ক) 28 জুন
(খ) 27 জুন
(গ) 25 জুন
(ঘ) 26 জুন ।
৪। কোন রাজ্য সম্প্রতি যানবাহন পর্যবেক্ষণ ব্যবস্থা ‘সুরক্ষা মিত্র
প্রকল্প’ চালু করেছে ?
(ক) ইস্তাম্বুল
(খ) হরিয়ানা
(গ) কেরালা
(ঘ) মধ্য প্রদেশ ।
৫। সম্প্রতি কোসানভ মেমোরিয়াল 2022 অ্যাথলেটিক্স মিটে নভজিৎ ঢিলন
কোন পদক জিতেছেন ?
(ক) সিলভার
(খ) সোনা
(গ) ব্রোঞ্জ
(ঘ) কোনটিই নয় ।
৬। সম্প্রতি “UN Ocean Conference 2022” কোথায় আয়োজিত হয়েছে
?
(ক) বেলজিয়াম
(খ) অস্ট্রেলিয়া
(গ) পর্তুগাল
(ঘ) আর্জেন্টিনা ।
৭। সম্প্রতি ‘ইন্ডিয়া NCAP খসড়া’ কে অনুমোদন করেছে ?
(ক) কিরণ রিজিজু
(খ) পীযূষ গোয়েল
(গ) নিতিন গড়করি
(ঘ) নরেন্দ্র মোদি।
৮। সম্প্রতি ‘ইন্ডিয়া ডেট রেজোলিউশন কোম্পানি’র প্রধান হিসেবে
কে নির্বাচিত হয়েছেন ?
(ক) শ্যাম শরণ
(খ) সবিতা পুনিয়া
(গ) অবিনাশ কুলকার্নি
(ঘ) রানি রামপাল ।
৯। সম্প্রতি সুপ্রিম কোর্ট কোথায় গর্ভপাতের সাংবিধানিক অধিকার
বাতিল করেছে ?
(ক) মুম্বাই
(খ) নতুন দিল্লি
(গ) ব্যাঙ্গালোর
(ঘ) পশ্চিমবঙ্গ ।
১০। সম্প্রতি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি
হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) তপন কুমার ডেকা
(খ) সামন্ত গয়াল
(গ) অনিল খান্না
(ঘ) কস্তুরী সাবেকার ।
১২। সম্প্রতি ‘মো বাস’ নামে ওড়িশা রাজ্যের গণপরিবহন পরিষেবা জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে ।
১৩। আমেরিকা দেশের ক্রীড়াবিদ সিডনি ম্যাকলাফলিন সম্প্রতি 400 মিটার হার্ডলে বিশ্ব রেকর্ড ভেঙেছেন ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here