Latest

Monday, June 20, 2022

Daily Bengali Current Affairs 20th June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০শে জুন ২০২২

 Daily Bengali Current Affairs 20th June 2022

Daily Bengali Current Affairs 20th June 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 20th June 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০শে জুন ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি মোট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতা সংযোজনের পরিপ্রেক্ষিতে তৃতীয় স্থান অর্জন করেছে কে ?

(ক) মরক্কো     

(খ) ওয়েস্ট ইন্ডিজ     

(গ) ভারত     

(ঘ) মরক্কো  

২। “MFL”- এর অসামান্য পোর্টফোলিওর ক্ষেত্রে কে শীর্ষে উঠেছে ?

(ক) রাজস্থান       

(খ) পশ্চিমবঙ্গ       

(গ) তামিলনাড়ু      

(ঘ) মহারাষ্ট্র ।

৩। সম্প্রতি ‘বিশ্ব শরণার্থী দিবস’ কবে পালিত হয় ?

(ক) ১৯ জুন    

(খ) ২০ জুন    

(গ) ১৮ জুন   

(ঘ) ১৭ জুন  

৪। কোন আর্থিক সুস্থতা প্ল্যাটফর্ম সম্প্রতি ‘হোয়াটসঅ্যাপ ক্রেডিট লাইন পরিষেবা’ চালু করেছে ?

(ক) Bajaj Finserv   

(খ) Flipkart    

(গ) Cashe   

(ঘ) Google

৫। সম্প্রতি চেন্নাইতে চলমান ন্যাশনাল ইন্টার-স্টেট অ্যাথলেটিক্স মিটে পুরুষদের ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ড কে ভেঙেছেন ?

(ক) মিলখা সিং    

(খ) প্রবীণ চিত্রভেল    

(গ) রবি দেশওয়াল    

(ঘ) সতীশ চন্দ্র  

৬। সম্প্রতি ভারত এবং কোন দেশ নয়াদিল্লিতে প্রথম জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠকের আয়োজন করেছে ?

(ক) মুম্বাই    

(খ) নতুন দিল্লি     

(গ) বাংলাদেশ    

(ঘ) ব্যাঙ্গালোর  

৭। সম্প্রতি সৈয়দ মোদী ব্যাডমিন্টন 2022 এর শিরোপা কে জিতেছেন ?

(ক) সাইনা নেহওয়াল    

(খ) সানিয়া মির্জা   

(গ) পিভি সিন্ধু    

(ঘ)  আনা চেওং

৮। সম্প্রতি ‘ফুজিয়ান’ নামে তৃতীয় বিমানবাহী রণতরী চালু করেছে কোন দেশ ?

(ক) সুদান    

() ইংল্যান্ড     

(গ) চীন   

(ঘ) ভারত  

৯। কোন সামাজিক নেটওয়ার্ক এবং জাতিসংঘের মহিলারা সম্প্রতি মহিলাদের কর্মসংস্থানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ?

(ক) Twitter    

(খ) Amazon    

(গ) Linkedin    

(ঘ) Meta   

১০। সম্প্রতি কে অগ্নিবীরদের জন্য একটি বিশেষ তিন বছরের দক্ষতা-ভিত্তিক স্নাতক ডিগ্রি প্রোগ্রাম শুরু করেছে ?

(ক) BHU    

(খ) AMU    

(গ) IGNOU   

(ঘ) BU  

 

১১। Equitas Small Finance Bank সম্প্রতি শিশুদের জন্য একটি বিশেষ সঞ্চয় অ্যাকাউন্ট ENJOY চালু করেছে ।

আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download PDF Here