Latest

Monday, May 2, 2022

WB PRIMARY TET BENGALI PEDAGOGY SET - 2 || পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট বাংলা পেডাগগি || Free PDF

 WB PRIMARY TET BENGALI PEDAGOGY SET - 2


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি WB PRIMARY TET BENGALI PEDAGOGY SET - 2 || পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট বাংলা পেডাগগি || Free PDF

প্রিয় ছাত্র ছাত্রী এবং বন্ধুরা তোমরা জানো যে পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট বাংলা পেডাগগি থাকে । তাই আমি তোমাদের অনুশীলনের জন্য এবং যাতে তোমরা নিজেদেরকে পরীক্ষার জন্য তৈরি করতে বা প্রস্তুত করতে পারো , কিছু বাংলা পেডাগগি শেয়ার করলাম । আশা করি তোমাদের কাজে আসবে । যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ো । তাহলে আমি আরও কিভাবে তোমাদের সাহায্য করার চেষ্টা করব ।

WB PRIMARY TET BENGALI PEDAGOGY

১। শিক্ষা হল –

(ক) জ্ঞান আহরণ ।

(খ) দক্ষতা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া ।

(গ) ডিগ্রি অর্জনের দ্বারা মনেরমত চাকরি পাওয়া।

(ঘ) পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সমাজ ও নিজের উপকারের জন্য দক্ষতা অর্জন ।

২। ছাত্র শিক্ষক সংযোগের শক্তিশালী মাধ্যম হতে পারে বই – যদি

(ক) পাঠদানের মাধ্যম মাতৃভাষা ।

(খ) বিষয়বস্তু ব্যাখ্যামূলক হয় ।

(গ) ছবির সাহায্যে বিষয়বস্তু যদি উপস্থাপিত করা হয় ।

(ঘ) বিষয়বস্তু শিক্ষার্থীর চাহিদামত হয় ।

কবিতা পাঠ হল

(ক) নিরব পাঠ ।

(খ) চর্বনা পাঠ ।

(গ) সরব সমবেত পাঠ ।

(ঘ) স্বাদনা পাঠ ।

ভাষাতত্ত্ববিদদের মতে ভাষা কয়টি উপাদান নিয়ে গঠিত

(ক) পাঁচটি

(খ) দুটি

(গ) চারটি

(ঘ) তিনটি

শিক্ষক কার কাছ থেকে সবচেয়ে বেশী শিখতে পারেন

(ক) ছাত্রদের কাছ থেকে ।

(খ) গবেষণার মাধ্যমে ।

(গ) সহঃশিক্ষকদের কাছ থেকে ।

(ঘ) বিভিন্ন বই এর কাছ থেকে ।

“বাক্য বিন্যাস, ধ্বনি, শব্দের গঠন, অর্থ ও প্রয়োগ” এই গুলি হল –

(ক) ভাষার উপাদান ।

(খ) শিক্ষা বিষয়ক উপকরণ ।

(গ) শিখণের বৈশিষ্ট্য ।

(ঘ) লিখনের বৈশিষ্ট্য ।

সঠিক বাচনভঙ্গি ও কথন শৈলী গঠনে সাহায্য করে যা তা হল

(ক) নীরব পাঠ

(খ) স্বাদনা পাঠ

(গ) সরব পাঠ

(ঘ) চর্বনা পাঠ

উত্তর পত্র মূল্যায়নের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য শিক্ষককে হতে হবে

(ক) বিষয় সম্পর্কে জ্ঞানী ।

(খ) ভদ্র ও নম্র

(গ) নমনীয়

(ঘ) কঠোর

শব্দার্থের উৎস

(ক) শব্দভান্ডার ।

(খ) পরিবেশ ।

(গ) ধ্বনি তত্ত্ব ।

(ঘ) চিন্তার সঙ্গে সম্পর্ক ।

১০ উত্তম শিক্ষণের একটি প্রধান বৈশিষ্ট্য হল

(ক) উত্তম বাচনভঙ্গি ।

(খ) পরিকল্পনা মাফিক(Lesson Plan) পাঠদান।

(গ) পরিকল্পনা বিহীন পাঠদান ।

(ঘ) সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠদান ।

১১ ভুল বানান লেখা ছাত্র - ছাত্রীদের কোন ধরনের আচরনকে নির্দেশ করে –

(ক) বিরক্তি সূচক আচরণ ।

(খ) অভ্যাসগত আচরণ ।

(গ) আরোপিত আচরণ ।

(ঘ) স্বাভাবিক আচরণ ।

১২ কোন ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যে ভয়, রাগ , ঘৃণা ইত্যাদি জেগে ওঠে একে কি ধরনের প্রতিরোধ বলা যেতে পারে

(ক) অবচেতন জনিত প্রতিরোধ ।

(খ) অবদমন জনিত প্রতিরোধ ।

(গ) প্রক্ষোভমূলক প্রতিরোধ ।

(ঘ) পরিবর্তিত পরিবেশজনিত প্রতিরোধ ।

১৩ গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী বেশীর ভাগ শিক্ষকের স্নায়ুবিক অস্থিরতার লক্ষণগুলির মধ্যে প্রধান হল

(ক) দুশ্চিন্তা ।

(খ) অনুপস্থিতি ।

(গ) ক্রোধ ।

(ঘ) পেটের সংক্রমণ ।

১৪ ভাষার প্রয়োজন

(ক) আত্ম সচেতনমূলক উত্তরণের মাধ্যম হিসাবে ভাষার প্রয়োজন ।

(খ) জৈবিক বৃদ্ধির জন্য ভাষার প্রয়োজন ।

(গ) সমস্যা সমাধানের বিভিন্ন পদ্ধতির চিহ্ন হিসাবে ভাষার প্রয়োজন ।

(ঘ) অভিজ্ঞতার পর্যায়ক্রমিক বিন্যাসের নামকরণের জন্য ভাষার প্রয়োজন ।

১৫ যদি কোন ছাত্র পরীক্ষাতে বারবার ফেল করে তবে শিক্ষকের উচিত

(ক) ছাত্রটির ফেল করার প্রকৃত কারণ অনুসন্ধান করা ।

(খ) ফেল করার জন্য ছাত্রটির অভিভাবককে ডেকে পাঠানো ।

(গ) ফেল করা ছাত্রটিকে তিরস্কার করা ।

(ঘ) ছাত্রটিকে বিদ্যালয় পরিত্যাগ করার নির্দেশ দেওয়া ।

WB PRIMARY TET BENGALI PEDAGOGY


উত্তরঃ-

১। (ঘ) , ২। (খ) , ৩। (ঘ) , ৪। (গ) ,  ৫। (ক) , ৬। (ক) , ৭। (গ) , ৮। (ক) , ৯। (ঘ) , ১০। (খ) , ১১। (খ) , ১২। (গ) , ১৩। (ক) , ১৪। (ঘ) , ১৫ (ক)

WB PRIMARY TET BENGALI PEDAGOGY


আজকের WB PRIMARY TET BENGALI PEDAGOGY এর PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড লিঙ্কে করো - Download PDF Click Here