WB PRIMARY TET BENGALI PEDAGOGY SET - 2
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি WB PRIMARY TET BENGALI PEDAGOGY SET - 2 || পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট বাংলা পেডাগগি || Free PDF
প্রিয় ছাত্র ছাত্রী এবং বন্ধুরা তোমরা জানো যে পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট বাংলা পেডাগগি থাকে । তাই আমি তোমাদের অনুশীলনের জন্য এবং যাতে তোমরা নিজেদেরকে পরীক্ষার জন্য তৈরি করতে বা প্রস্তুত করতে পারো , কিছু বাংলা পেডাগগি শেয়ার করলাম । আশা করি তোমাদের কাজে আসবে । যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ো । তাহলে আমি আরও কিভাবে তোমাদের সাহায্য করার চেষ্টা করব ।
WB PRIMARY TET BENGALI PEDAGOGY
১। শিক্ষা হল –
(ক) জ্ঞান আহরণ ।
(খ) দক্ষতা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া ।
(গ) ডিগ্রি অর্জনের দ্বারা মনেরমত চাকরি পাওয়া।
(ঘ) পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সমাজ ও নিজের উপকারের জন্য দক্ষতা অর্জন ।
২। ছাত্র শিক্ষক সংযোগের শক্তিশালী মাধ্যম হতে পারে বই – যদি
(ক) পাঠদানের মাধ্যম মাতৃভাষা ।
(খ) বিষয়বস্তু ব্যাখ্যামূলক হয় ।
(গ) ছবির সাহায্যে বিষয়বস্তু যদি উপস্থাপিত করা হয় ।
(ঘ) বিষয়বস্তু শিক্ষার্থীর চাহিদামত হয় ।
৩। কবিতা পাঠ হল –
(ক) নিরব পাঠ ।
(খ) চর্বনা পাঠ ।
(গ) সরব সমবেত পাঠ ।
(ঘ) স্বাদনা পাঠ ।
৪। ভাষাতত্ত্ববিদদের মতে ভাষা কয়টি উপাদান নিয়ে গঠিত –
(ক) পাঁচটি
(খ) দুটি
(গ) চারটি
(ঘ) তিনটি
৫। শিক্ষক কার কাছ থেকে সবচেয়ে বেশী শিখতে পারেন —
(ক) ছাত্রদের কাছ থেকে ।
(খ) গবেষণার মাধ্যমে ।
(গ) সহঃশিক্ষকদের কাছ থেকে ।
(ঘ) বিভিন্ন বই এর কাছ থেকে ।
৬। “বাক্য বিন্যাস, ধ্বনি, শব্দের গঠন, অর্থ ও প্রয়োগ” এই গুলি হল –
(ক) ভাষার উপাদান ।
(খ) শিক্ষা বিষয়ক উপকরণ ।
(গ) শিখণের বৈশিষ্ট্য ।
(ঘ) লিখনের বৈশিষ্ট্য ।
৭। সঠিক বাচনভঙ্গি ও কথন শৈলী গঠনে সাহায্য করে যা তা হল –
(ক) নীরব পাঠ
(খ) স্বাদনা পাঠ
(গ) সরব পাঠ
(ঘ) চর্বনা পাঠ
৮। উত্তর পত্র মূল্যায়নের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য শিক্ষককে হতে হবে –
(ক) বিষয় সম্পর্কে জ্ঞানী ।
(খ) ভদ্র ও নম্র
(গ) নমনীয়
(ঘ) কঠোর
৯। শব্দার্থের উৎস –
(ক) শব্দভান্ডার ।
(খ) পরিবেশ ।
(গ) ধ্বনি তত্ত্ব ।
(ঘ) চিন্তার সঙ্গে সম্পর্ক ।
১০। উত্তম শিক্ষণের একটি প্রধান বৈশিষ্ট্য হল –
(ক) উত্তম বাচনভঙ্গি ।
(খ) পরিকল্পনা মাফিক(Lesson Plan) পাঠদান।
(গ) পরিকল্পনা বিহীন পাঠদান ।
(ঘ) সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠদান ।
১১। ভুল বানান লেখা ছাত্র - ছাত্রীদের কোন ধরনের আচরনকে নির্দেশ করে –
(ক) বিরক্তি সূচক আচরণ ।
(খ) অভ্যাসগত আচরণ ।
(গ) আরোপিত আচরণ ।
(ঘ) স্বাভাবিক আচরণ ।
১২। কোন ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যে ভয়, রাগ , ঘৃণা ইত্যাদি জেগে ওঠে। একে কি ধরনের প্রতিরোধ বলা যেতে পারে –
(ক) অবচেতন জনিত প্রতিরোধ ।
(খ) অবদমন জনিত প্রতিরোধ ।
(গ) প্রক্ষোভমূলক প্রতিরোধ ।
(ঘ) পরিবর্তিত পরিবেশজনিত প্রতিরোধ ।
১৩। গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী বেশীর ভাগ শিক্ষকের স্নায়ুবিক অস্থিরতার লক্ষণগুলির মধ্যে প্রধান হল –
(ক) দুশ্চিন্তা ।
(খ) অনুপস্থিতি ।
(গ) ক্রোধ ।
(ঘ) পেটের সংক্রমণ ।
১৪। ভাষার প্রয়োজন –
(ক) আত্ম সচেতনমূলক উত্তরণের মাধ্যম হিসাবে ভাষার প্রয়োজন ।
(খ) জৈবিক বৃদ্ধির জন্য ভাষার প্রয়োজন ।
(গ) সমস্যা সমাধানের বিভিন্ন পদ্ধতির চিহ্ন হিসাবে ভাষার প্রয়োজন ।
(ঘ) অভিজ্ঞতার পর্যায়ক্রমিক বিন্যাসের নামকরণের জন্য ভাষার প্রয়োজন ।
১৫। যদি কোন ছাত্র পরীক্ষাতে বারবার ফেল করে তবে শিক্ষকের উচিত —
(ক) ছাত্রটির ফেল করার প্রকৃত কারণ অনুসন্ধান করা ।
(খ) ফেল করার জন্য ছাত্রটির অভিভাবককে ডেকে পাঠানো ।
(গ) ফেল করা ছাত্রটিকে তিরস্কার করা ।
(ঘ) ছাত্রটিকে বিদ্যালয় পরিত্যাগ করার নির্দেশ দেওয়া ।
WB PRIMARY TET BENGALI PEDAGOGY
উত্তরঃ-
১। (ঘ) , ২। (খ) , ৩। (ঘ) , ৪। (গ) , ৫। (ক) , ৬। (ক) , ৭। (গ) , ৮। (ক) , ৯। (ঘ) , ১০। (খ) , ১১। (খ) , ১২। (গ) , ১৩। (ক) , ১৪। (ঘ) , ১৫ (ক)
WB PRIMARY TET BENGALI PEDAGOGY
আজকের WB PRIMARY TET BENGALI PEDAGOGY এর PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড লিঙ্কে করো - Download PDF Click Here ।