Daily Bengali Current Affairs 8th May 2022
![]() |
Daily Bengali Current Affairs 8th May 2022 |
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। বিশ্ব খাদ্য পুরস্কার 2022 কে সম্মানিত করা হয়েছে ?
(ক) Amber Bracken
(খ) Andrew McDonald
(গ) Cynthia Rosenzwig
(ঘ) কেউ নয় ।
২। 24 তম বধিরলিম্পিকে ধানুশ শ্রীকান্ত কোন পদক জিতেছেন ?
(ক) সিলভার
(খ) ব্রোঞ্জ
(গ) সোনা
(ঘ) কোনটিই নয় ।
৩। ‘বিশ্ব অ্যাথলেটিক্স দিবস’ কবে পালিত হয় ?
(ক) ৮ই মে
(খ) ৭ই মে
(গ) ৬ই মে
(ঘ) ৫ই মে ।
৪। ১২তম ‘হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ’ কোথায়
শুরু হয়েছে ?
(ক) ভুবনেশ্বর
(খ) পুনে
(গ) ভোপাল
(ঘ) হায়দ্রাবাদ ।
৫। ভারতের প্রথম গার্হস্থ্য হাইড্রোজেন-জ্বালানি ইলেকট্রিক জাহাজ
কোন কোম্পানি তৈরি করবে ?
(ক) Mazagon Dockyard Limited
(খ) Cochin Shipyard Limited
(গ) HAL
(ঘ) এদের কেউ নয় ।
৬। কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী ‘লুইগি ডি মাইও’ তার প্রথম ভারত
সফরে এসেছেন ?
(ক) অস্ট্রেলিয়া
(খ) শ্রীলংকা
(গ) ইতালি
(ঘ) নিউজিল্যান্ড ।
৭।
কোথায় প্রধানমন্ত্রী মোদী মর্যাদাপূর্ণ গ্লোবাল বিজনেস
সামিট JITO Connect 2022 উদ্বোধন করেছেন ?
(ক) আসাম
(খ) মহারাষ্ট্র
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) ঝাড়খণ্ড ।
৮। কোন দেশের মধ্যে ডিফেন্ডার ইউরোপ 2022 এবং সুইফট রেসপন্স
2022 যুদ্ধ মহড়া অনুষ্ঠিত হয়েছে ?
(ক) Nordic Countries
(খ) Quad Countries
(গ) NATO Countries
(ঘ) কোনটিই নয় ।
৯। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, ভারতের মোট প্রজনন হার কত শতাংশে
নেমে এসেছে ?
(ক) ১.৯ শতাংশ
(খ) ১.৫ শতাংশ
(গ) ০২ শতাংশ
(ঘ) ২.৫ শতাংশ ।
১০। হোয়াইট হাউসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি কে হবেন ?
(ক) ভায়োলা ডেভিস
(খ) সঙ্গীতা সিং
(গ) কারিন জিন পিয়ের
(ঘ) সাহাস মালহোত্রা ।
১১। সম্প্রতি ‘ফাইজার’ IIT Madras -তে গ্লোবাল ড্রাগ ডেভেলপমেন্ট
সেন্টার উদ্বোধন করেছে ।
১২। টাটা মোটরসের অতিরিক্ত পরিচালক হিসেবে ওম প্রকাশ ভাট কে পুনঃনিযুক্ত
করা হয়েছে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here