Daily Bengali Current Affairs 7th May 2022
![]() |
Daily Bengali Current Affairs 7th May 2022 |
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। কোন রাজ্য সাপ্লাই চেইন অপারেটরদের একটি পুল তৈরি করতে ফ্লিপকার্টের সাথে চুক্তি করেছে ?
(ক) হরিয়ানা
(খ) ওড়িশা
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) পাঞ্জাব ।
২। গুজরাটে তিন দিনের স্বাস্থ্য সম্মেলন কে উদ্বোধন করেন ?
(ক) অলকেশ কুমার শর্মা
২। গুজরাটে তিন দিনের স্বাস্থ্য সম্মেলন কে উদ্বোধন করেন ?
(ক) অলকেশ কুমার শর্মা
(খ) নরেন্দ্র মোদি
(গ) ডাঃ মনসুখ মান্ডাভিয়া
(ঘ) অমিত শাহ ।
৩। ‘আন্তর্জাতিক খাদ্য নিষেধাজ্ঞা দিবস’ কবে পালিত হয় ?
(ক) ৪ঠা মে
৩। ‘আন্তর্জাতিক খাদ্য নিষেধাজ্ঞা দিবস’ কবে পালিত হয় ?
(ক) ৪ঠা মে
(খ) ৬ই মে
(গ) ৭ই মে
(ঘ) ৫ই মে ।
৪। সম্প্রতি কোন রাজ্যে ভারতের প্রথম আদিবাসী স্বাস্থ্য পর্যবেক্ষণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে ?
(ক) মণিপুর
৪। সম্প্রতি কোন রাজ্যে ভারতের প্রথম আদিবাসী স্বাস্থ্য পর্যবেক্ষণ কেন্দ্র ঘোষণা করা হয়েছে ?
(ক) মণিপুর
(খ) পশ্চিমবঙ্গ
(গ) ওড়িশা
(ঘ) আসাম ।
৫। ট্রেনে চোরাচালান বন্ধে ‘অপারেশন ভিজিল্যান্ট’ কে চালু করেন ?
(ক) RSF
৫। ট্রেনে চোরাচালান বন্ধে ‘অপারেশন ভিজিল্যান্ট’ কে চালু করেন ?
(ক) RSF
(খ) RPF
(গ) CRPF
(ঘ) এদের কেউ নয় ।
৬। বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু “হোয়াইট ড্রাগন” কোন দেশে চালু হয়েছে ?
(ক) অস্ট্রেলিয়া
৬। বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু “হোয়াইট ড্রাগন” কোন দেশে চালু হয়েছে ?
(ক) অস্ট্রেলিয়া
(খ) শ্রীলংকা
(গ) ভিয়েতনাম
(ঘ) নিউজিল্যান্ড ।
৭। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাতের রেকর্ড সবচেয়ে বেশি ?
(ক) আসাম
৭। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাতের রেকর্ড সবচেয়ে বেশি ?
(ক) আসাম
(খ) লাদাখ
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) ঝাড়খণ্ড ।
৮। ফ্রান্সে আসন্ন “Cannes Marche du film” এ কোন দেশকে সম্মানের সরকারী দেশ সম্মান দেওয়া হবে ?
(ক) অস্ট্রেলিয়া
৮। ফ্রান্সে আসন্ন “Cannes Marche du film” এ কোন দেশকে সম্মানের সরকারী দেশ সম্মান দেওয়া হবে ?
(ক) অস্ট্রেলিয়া
(খ) নিউজিল্যান্ড
(গ) ভারত
(ঘ) ইংল্যান্ড ।
৯। সম্প্রতি টনি ব্রুকস 90 বছর বয়সে মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) ফুটবলার
৯। সম্প্রতি টনি ব্রুকস 90 বছর বয়সে মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) ফুটবলার
(খ) অভিনেতা
(গ) ফর্মুলা ওয়ান ড্রাইভার
(ঘ) ক্রিকেটার ।
১০। Flipkart Health+ এর নতুন CEO কে হয়েছেন ?
(ক) বিনয় মোহন কোয়াত্রা
১০। Flipkart Health+ এর নতুন CEO কে হয়েছেন ?
(ক) বিনয় মোহন কোয়াত্রা
(খ) তরুণ কাপুর
(গ) প্রশান্ত ঝাভেরি
(ঘ) সাহাস মালহোত্রা ।
১১। ভারতের প্রথম ‘ফ্লো কেমিস্ট্রি টেকনোলজি হাব’ প্রতিষ্ঠিত হয়েছে হায়দ্রাবাদে ।
১২। IAF এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব কাপুর ।
১১। ভারতের প্রথম ‘ফ্লো কেমিস্ট্রি টেকনোলজি হাব’ প্রতিষ্ঠিত হয়েছে হায়দ্রাবাদে ।
১২। IAF এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব কাপুর ।