Latest

Tuesday, March 1, 2022

The fundamental duty of the Indian Constitution ।। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য

 The fundamental duty of the Indian Constitution

The fundamental duty of the Indian Constitution


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি The fundamental duty of the Indian Constitution ।। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য ।

ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য (১১ টি)

মূল সংবিধানে মৌলিক কর্তব্য ছিল না। ১৯৭৬ সালের ৪২ তম সংশোধনে চতুর্থ অধ্যায়ে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে।

১। সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ, প্রতিষ্ঠা সমূহ, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।

২। স্বাধীনতা সংগ্রামের সুমহন আদর্শ গুলির সযত্ন সংরক্ষন ও অনুসরণ করতে হবে।

৩। ভারতের সার্বভৌমত্ব ,একতা, সংহতি কে সমর্থন সংরক্ষন করতে হবে।

৪। রাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে দেশ রক্ষা ও জাতীয় সেবায় আত্মনিয়োগ করতে হবে।

৫। আমদের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ করতে হবে।

৬। বনভূমি, হ্রদ,নদনদী,বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষন ও উন্নতি বিধান এবং জীবন্ত প্রানীর প্রতি মমত্ববোধ পোষণ করতে হবে।

৭। বৈজ্ঞানিক মানসিকতা, অনুসন্ধিৎসা ও সঙ্গস্কারমুখী দৃষ্টি ভঙ্গির প্রসার সাধন।

৮। সাধারণের সম্পত্তি রক্ষা ও সহিংসা বর্জন করতে হবে।

৯। ধর্মগত, ভাষাগত, আঞ্চলিক বা শ্রেণীগত বিভিন্নতার উদ্ধে উঠে ভারতীয় জনগনের মধ্যে ঐক্য ও ভাতৃত্ববোধ বিকাশ এবং নারীর মর্যাদা হানিকর প্রথার বিলোপসাধন ও এই প্রকার কাজ পরিহাস করতে হবে।

১০। ক্রম বর্ধমান জাতীয় উন্নতি ও সমৃদ্ধির জন্য ব্যক্তিগত ও সমস্টিগত কার্জে উন্নতির চেষ্টা।

১১। ৬ থেকে ১৪ বছর বয়সের শিশুদের শিক্ষা (২০০২ সালে, ৮৬ তম সংশোধনে হয়) নিশ্চিত করতে হবে।




ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য (১১ টি) PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করো - Download PDF Here .