Latest

Wednesday, March 16, 2022

Geography GK in Bengali PDF Part - 7 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৭

 Geography GK in Bengali PDF Part - 7

Geography GK in Bengali PDF Part - 7

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 7 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৭

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -

২১) পৃথিবীর দীর্ঘতম গুহা কোনটি ?

উঃ- ন্যাশনাল পার্কের ম্যামথ গুহা

২২) ভারতের সবচেয়ে উঁচু শৈলবাস কোথায় ?

উঃ- কোদইক্যানেল - ২৩৪৩ মিটার

২৩) অজন্তা গুহা কোথায় অবস্থিত ?

উঃ- মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে

২৪) বিহারের কোথায় সবচেয়ে বড় কয়লা খনি আছে ?

উঃ- ঝরিয়ায়

২৫) ভারতে কোথায় স্বর্ণখনি আছে ?

উঃ- কোলার স্বর্ণখনি - কর্ণাটক

২৬) পৃথিবীতে কোথায় বৃহত্তম হীরক ও স্বর্ণ খনি আছে ?

উঃ- সর্বাধিক হীরে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার কিমবারলে আর বৃহত্তম স্বর্ণ খনির এলাকা হলো উইটওয়াটার শ্রান্ত স্বর্ণ খনি জোহান্সবার্গের পূর্বপশ্চিমে অবস্থিত এবং ৫০ কিঃ মিঃ লম্বা

২৭) পৃথিবীতে কোন দেশে রুপা উৎপাদন করে ?

উঃ- মেক্সিকো

২৮) ভারতে কোথায় তামার খনি আছে ?

রাজস্থানের ক্ষেত্রিতে

২৯) পেট্রোলিয়াম রপ্তানির জন্য কোন দেশ প্রধান ?

উঃ-  সৌদি আরব

৩০) তামাক পাতা উৎপাদনে কোন দেশ প্রথম ?

উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্র

৩১) পৃথিবীতে বৃহত্তম লৌহ খনি কোথায় অবস্থিত ?

উঃ- লেবেডেনস্কি - সোভিয়েত যুক্তরাষ্ট্র

৩২) উৎকৃষ্ট মানের কয়লা কোনটি ?

উঃ- অ্যানথ্রাসাইট, এর উত্তাপ ক্ষমতা ১৪০০০১৫০০০ বি. থা.

৩৩) আসামের কোথায় তৈল খনি আছে ?

উঃ- ডিগবয়

৩৪) সবচেয়ে কোথায় বেশি প্লাটিনাম সঞ্চিত আছে ?

উঃ-  উড়াল পর্বতশ্রেণীতে

৩৫) তৈল নিষ্কাশনের জন্য কোন যন্ত্র অপরিহার্য ?

উঃ- অয়েল রিগ যন্ত্র

৩৬) দক্ষিণ গুজরাটের কোন জায়গায় অপরিশোধিত তেল পাওয়া যায় ?

উঃ- আঙ্কেলেশ্বর

৩৭) থোরিয়াম কোন খনিজ পদার্থ থেকে সহজে ও কম খরচায় পাওয়া যায় ?

উঃ- মনোজাইট থেকে কম খরচে থোরিয়াম পাওয়া যায়

৩৮) অ্যালুমনিয়াম উৎপাদনে কোন দেশ প্রধান ?

উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত যুক্তরাষ্ট্র

৩৯) পৃথিবীতে কত ধরনের কয়লা পাওয়া যায় ?

উঃ- চার ধরনের

৪০) বিভিন্ন ধরনের কয়লা গুলির নাম কি কি ?

উঃ- পিট, লিগামাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৬ দেখতে ক্লিক করুন ।