Geography GK in Bengali PDF Part - 7
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 7 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৭ ।
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
২১) পৃথিবীর দীর্ঘতম গুহা কোনটি ?
উঃ- ন্যাশনাল পার্কের ম্যামথ
গুহা ।
২২) ভারতের সবচেয়ে উঁচু শৈলবাস কোথায় ?
উঃ- কোদইক্যানেল -
২৩৪৩ মিটার।
২৩) অজন্তা গুহা কোথায় অবস্থিত ?
উঃ- মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে।
২৪) বিহারের কোথায় সবচেয়ে বড় কয়লা খনি আছে ?
উঃ- ঝরিয়ায়।
২৫) ভারতে কোথায় স্বর্ণখনি আছে ?
উঃ- কোলার স্বর্ণখনি
- কর্ণাটক ।
২৬) পৃথিবীতে কোথায় বৃহত্তম হীরক ও স্বর্ণ খনি আছে ?
উঃ- সর্বাধিক হীরে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার কিমবারলে । আর বৃহত্তম
স্বর্ণ খনির এলাকা হলো উইটওয়াটার শ্রান্ত স্বর্ণ খনি । জোহান্সবার্গের
পূর্বপশ্চিমে অবস্থিত এবং ৫০ কিঃ মিঃ লম্বা ।
২৭) পৃথিবীতে কোন দেশে রুপা উৎপাদন করে ?
উঃ- মেক্সিকো ।
২৮) ভারতে কোথায় তামার খনি আছে ?
রাজস্থানের ক্ষেত্রিতে
।
২৯) পেট্রোলিয়াম রপ্তানির জন্য কোন দেশ প্রধান ?
উঃ- সৌদি আরব ।
৩০) তামাক পাতা উৎপাদনে কোন দেশ প্রথম ?
উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্র ।
৩১) পৃথিবীতে বৃহত্তম লৌহ খনি কোথায় অবস্থিত ?
উঃ- লেবেডেনস্কি -
সোভিয়েত যুক্তরাষ্ট্র ।
৩২) উৎকৃষ্ট মানের কয়লা কোনটি ?
উঃ- অ্যানথ্রাসাইট,
এর উত্তাপ ক্ষমতা ১৪০০০ – ১৫০০০ বি. থা. ই ।
৩৩) আসামের কোথায় তৈল খনি আছে ?
উঃ- ডিগবয়
৩৪) সবচেয়ে কোথায় বেশি প্লাটিনাম সঞ্চিত আছে ?
উঃ-
উড়াল পর্বতশ্রেণীতে ।
৩৫) তৈল নিষ্কাশনের জন্য কোন যন্ত্র অপরিহার্য ?
উঃ- অয়েল রিগ যন্ত্র ।
৩৬) দক্ষিণ গুজরাটের কোন জায়গায় অপরিশোধিত তেল পাওয়া যায় ?
উঃ- আঙ্কেলেশ্বর ।
৩৭) থোরিয়াম কোন খনিজ পদার্থ থেকে সহজে ও কম খরচায় পাওয়া যায় ?
উঃ- মনোজাইট থেকে কম খরচে
থোরিয়াম পাওয়া যায় ।
৩৮) অ্যালুমনিয়াম উৎপাদনে কোন দেশ প্রধান ?
উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্র
। সোভিয়েত যুক্তরাষ্ট্র ।
৩৯) পৃথিবীতে কত ধরনের কয়লা পাওয়া যায় ?
উঃ- চার ধরনের ।
৪০) বিভিন্ন ধরনের কয়লা গুলির নাম কি কি ?
উঃ- পিট, লিগামাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট
।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।
ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৬ দেখতে ক্লিক করুন ।